এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের কানপুর চিড়িয়াখানায় পক্ষী নিধনের নির্দেশ, এই নিয়ে সাত রাজ্যে ছড়াল বার্ড ফ্লু সংক্রমণ
কানপুর চিড়িয়াখানায় ধরা পড়েছে বার্ড ফ্লু সংক্রমণ। এর পরিপ্রেক্ষিতে এখানে যে পাখিগুলি রয়েছে, সেগুলি নিধনের নির্দেশ দেওয়া হয়েছে। কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ার পর জেলা প্রশাসন হাই অ্যালার্টে রয়েছে এবং চিড়িয়াখানা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। চারদিন আগে চিড়িয়খানায় মৃত বুনো মোরগের দেহে বার্ড ফ্লু-র সংক্রমণ পাওয়া গিয়েছিল।
লখনউ: কানপুর চিড়িয়াখানায় ধরা পড়েছে বার্ড ফ্লু সংক্রমণ। এর পরিপ্রেক্ষিতে এখানে যে পাখিগুলি রয়েছে, সেগুলি নিধনের নির্দেশ দেওয়া হয়েছে।
কানপুর চিড়িয়াখানায় বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ার পর জেলা প্রশাসন হাই অ্যালার্টে রয়েছে এবং চিড়িয়াখানা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। চারদিন আগে চিড়িয়খানায় মৃত বুনো মোরগের দেহে বার্ড ফ্লু-র সংক্রমণ পাওয়া গিয়েছিল।
নির্দেশ অনুযায়ী, ওই এনক্লোজারে যে সমস্ত পাখি রয়েছে, সেগুলিকে রবিবার সন্ধের মধ্যে নিধন করতে বলা হয়েছে। চিড়িয়াখানা থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।এর ১০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় মাংসের বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার কেন্দ্র উত্তরপ্রদেশে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রাদুর্ভাবের কথা জানিয়েছিল। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশের সাতটি রাজ্যে বার্ড ফ্লু-র সংক্রমণ ঘটেছে।
এরইমধ্য দিল্লি, ছত্তিশগঢ় ও মহারাষ্ট্রেও বার্ড ফ্লু-র সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর ফলাফল এখনও জানা যায়নি। উত্তরপ্রদেশ ছাড়াও আর যে রাজ্যগুলিতে বার্ড ফ্লু-র সংক্রমণের হদিশ মিলেছে, সেগুলি হল-কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাতে।
মৎস্য, পশুপালন ও দুগ্ধজাতপণ্যমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত সাতটি রাজ্যে এই রোগ সংক্রমণের খবর জানা গিয়েছে। এই রোগ যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিভাগ সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে।
ছত্তিশগঢ়ের বালোড জেলায় একটি পোল্ট্রিতে পাখি ও বন্য পাখীদের গত শুক্রবার রাতে ও শনিবার সকালে মৃত্যু ঘিরে সন্দেহ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
দিল্লিতে সঞ্জয় লেকে কয়েকটি হাঁস মৃত অবস্থায় পাওয়া যায়। এক্ষেত্রেও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একইভাবে মহারাষ্ট্রে মুম্বই, ঠানে, দাপোলি, পার্ভানি ও বিড় জেলায় মৃত কাকেদের নমুনা পরীক্ষার জন্য ভোপালের আইসিএআর-ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজ (আইসিএআর-এনআইএইচএসএডি)-তে পাঠানো হয়েছে।
মন্ত্রক জানিয়েছে, হরিয়ানায় পাঁচকুলায় জেলায় দুটি পোল্ট্রি ফার্মে পাখিদের মধ্যে বার্ড ফ্লু-র সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছিল আইসিএআর-এনআইএইচএসএডি-র পরীক্ষায়। এরপর মধ্যপ্রদেশের শিবপুরী, রাজগড়, শাজাপুর, আগর ও বিদিশা জেলায়, উত্তরপ্রদেশের কানপুর জুললিক্যাল পার্ক, রাজস্থানের প্রতাপগড় ও দৌসা জেলায় পরিযায়ী পাখিদের মধ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পজিটিভ হওয়ার ঘটনা সামনে এসেছে।
এর আগে কেরলের দুটি আক্রান্ত জেলায় নিধনের কাজ চালানো হয়। ওই দুটি জেলায় এখনও পর্যন্ত ৬৯ হাজার পাখি নিধন হয়েছে।
রাজ্যগুলিতে জলাশয়, পাখির মাংসের বাজার, চিড়িয়াখানা, পোলট্রি ফার্মগুলিতে কড়া নজর রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে মৃতদেহ দ্রুত সরিয়ে ফেলা ও পোলট্রি ফার্মগুলিতে বায়ো সিকিউরিটি জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এরইমধ্যে এই রোগ সংক্রমণের ফলে উদ্বেগের প্রভাব পড়েছে পোল্ট্রি শিল্পে। চাহিদা হ্রাসের কারণে ডিম ও ব্রয়লার চিকেনের দাম কমে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement