এক্সপ্লোর
বিপিএল কার্ডধারীদের একটি করে গরু লালনপালনের ভার নিতে হবে, না নিলে বন্ধ হোক সরকারি সুযোগসুবিধা, প্রস্তাব মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের

নয়াদিল্লি: মধ্যপ্রদেশে গরিবি সীমারেখার নীচে (বিপিএল) থাকা লোকজনকে একটি করে গরু লালন পালনের ভার নিতে বলা হোক। রাজ্যে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গরুর সমস্যা মোকাবিলায় এমনই প্রস্তাব দিলেন রাজ্যের এক বিজেপি বিধায়ক। অনেক সময় এ ধরনের মালিকানাহীন গরুর পাল ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করছে। এর মোকাবিলায় মুরলিধর পতিদার নামে ওই বিধায়ক বলেছেন, বিপিএল কার্ডধারীরা রেশনে প্রয়োজনীয় পণ্যসামগ্রী পান, সরকারি সুযোগসুবিধা ভোগ করেন, তাহলে এমন কোনও আইন করা হোক যাতে প্রতিটি বিপিএল কার্ডধারীকে অন্তত একটি করে গরু পুষতে হবে। যে রাজি হবে না, সে বিপিএল কার্ডের সুযোগসুবিধা পাবে না! পতিদারের আক্ষেপ, আগে গরু যে আদর, গুরুত্ব পেত, এখন আর পায় না কেননা লোকে গোপালনে কোনও আর্থিক লাভের আশা আছে বলে মনে করে না। পতিদারের কেন্দ্রে একটি গোশালা তৈরি হচ্ছে, যেখানে ৫ হাজার গরুর রাখার ব্যবস্থা থাকবে। কিন্তু বিধায়কের অভিমত, হয়তো আরও গরুকে সেখানে আশ্রয় দিতে হবে। তিনি বলছেন, এত গরুর মালিক আমায় দেখলেই গোশালার ব্যাপারে খোঁজখবর করতে থাকেন যে, আমার ভয় হয়। দিব্যরাজ সিংহ নামে আরেক বিজেপি বিধায়কের প্রস্তাব, গরুকে চিহ্নিত করে মালিকের পরিচিতি দেওয়া ট্যাগ লাগিয়ে দিতে হবে। আর যেসব গরুর মালিক নেই, সেগুলিকে আলাদা ট্যাগ পরিয়ে বদ্ধ জায়গায় ঢুকিয়ে দেওয়া হোক। তবে মধ্যপ্রদেশ সরকার রেওয়াতে আরও একটি গো অভয়ারন্য খুলছে। নর্মদার তীরে তৈরি হচ্ছে বেওয়ারিশ গবাদি পশুদের জন্য আরও ১০৭টি গোশালা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















