এক্সপ্লোর
Advertisement
স্ত্রী জিতেছেন লখনউ থেকে, মায়াবতী ইস্যুতে দল থেকে বহিষ্কৃত দয়াশঙ্কর সিংহকে ফিরিয়ে নিল বিজেপি
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের দলীয় নেতা দয়াশঙ্কর সিংহকে ফিরিয়ে নিল বিজেপি। বিএসপি নেত্রী মায়াবতী সংক্রান্ত মন্তব্যের প্রক্ষিতে তাঁকে বহিষ্কার করে দল।
লখনউয়ের সরোজিনী নগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে জিতেছেন দয়াশঙ্করের স্ত্রী স্বাতী সিংহ। এরপরেই তাঁকে দলে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজেপির মহিলা শাখার নেত্রী স্বাতী পরিচিত তাঁর ভয়ডরহীন, বেপরোয়া স্বভাবের জন্য। দয়াশঙ্করের মায়াবতীকে করা মন্তব্যের প্রেক্ষিতে মায়া সহ বিএসপি নেতারা যখন স্বাতী ও তাঁর মেয়ের উদ্দেশে কুমন্তব্যের বন্যা বইয়ে দেন, তখন স্বাতীই তাঁদের মুখোমুখি দাঁড়ান। আবার ফেব্রুয়ারিতে তিনি গিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেন, যে, এসপি প্রার্থী অনুরাগ যাদব ও তাঁর সমর্থকরা তাঁর প্রাণহানির হুমকি দিচ্ছে। পুলিশে অভিযোগও করেন তিনি।
দয়াশঙ্কর জানিয়েছেন, তিনি বরাবর বিজেপি কর্মী ছিলেন, তাই থাকবেন। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি, সে জন্য শাস্তিও পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর কিশোরী মেয়ে ও স্ত্রীকে হুমকি দিয়ে গালিগালাজ করা হয়েছে। তাঁর দাবি, মায়াবতীকে মানুষ প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছেন, তিনিই ঠিক ছিলেন।
গত বছর জুলাইতে দয়াশঙ্কর অভিযোগ করেন, মায়াবতী বিধানসভা ভোটের জন্য দলীয় প্রার্থীপদের টিকিট বিক্রি করছেন। যে সবথেকে বেশি দাম দিচ্ছে, সেই পাচ্ছে টিকিট। এই অভিযোগ করতে গিয়ে মায়াকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেন তিনি।
সেদিনই বিজেপি দল থেকে বহিষ্কার করে রাজ্যে সহ সভাপতি পদে থাকা দয়াশঙ্করকে। বিএসপির অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জেল খাটতেও হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement