এক্সপ্লোর
Advertisement
৩৩ জন পিপিএ বিধায়কের যোগদান, অরুণাচল প্রদেশে সরকার গড়ল বিজেপি
ইটানগর: পেমা খান্ডুর নেতৃত্বে ৩৩ জন পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) বিধায়কের যোগদানের সুবাদে অরুণাচল প্রদেশে সরকার গড়ল বিজেপি। মুখ্যমন্ত্রী থাকছেন খান্ডুই। তিনি এদিন বিধানসভায় সব বিধায়ককে নিয়ে হাজির হন। স্পিকার তেনজিং নর্বু থংডক পিপিএ বিধায়কদের বিজেপি-তে যোগদানের বিষয়টি অনুমোদন করেন।
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার পর খান্ডু বলেছেন, ‘অবশেষে অরুণাচল পদ্ম ফুটল। নতুন বছরে নতুন সরকারের মাধ্যমে রাজ্যের মানুষ উন্নয়নের নতুন প্রভাত দেখতে পাবেন।’
বৃহস্পতিবার রাতে পিপিএ সভাপতি কাফা বেঙ্গিয়া দল-বিরোধী কাজের অভিযোগে খান্ডু, উপ মুখ্যমন্ত্রী চাউনা মিন ও পাঁচ বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেন। শুক্রবার তাকাম পারিওকে মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করে পিপিএ। কিন্তু ৪৩ জনের মধ্যে ৩৩ জন পিপিএ বিধায়কই দল বদল করায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে। শনিবার আরও চার জন বিধায়ককে সাসপেন্ড করেছে পিপিএ। কিন্তু তাতেও বিজেপি-ই সরকার গড়ল।
বিজেপি-তে যোগদান করার কারণ হিসেবে খান্ডু বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে কংগ্রেসের অপশাসনের ফলে রাজ্যে কোনও উন্নয়ন হয়নি। রাজ্যের উন্নতি ও অগ্রগতির লক্ষ্য নিয়ে আমরা পিপিএ-তে যোগ দিয়েছিলাম। কিন্তু সেখানে দেখলাম, দলীয় সভাপতি বিধায়কদের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করেন। সেই কারণে রাজ্যের উন্নয়নের জন্য বিজেপি-তে যোগ দিয়েছি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement