এক্সপ্লোর
৫-১০ নয়, অন্তত ৫০ বছর ক্ষমতায় থাকতে এসেছি, বললেন অমিত শাহ, সংগঠন আরও শক্তিশালী করার ডাক
ভোপাল: নিছক ৫-১০ বছরের জন্য নয়, অন্তত ৫০ বছর ক্ষমতায় থাকার লক্ষ্য নিয়েই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে বলে অভিমত জানিয়ে দলীয় কর্মীদের পার্টিকে শক্তিশালী করার ডাক দিলেন অমিত শাহ।
গতকাল তিনদিনের মধ্যপ্রদেশ সফরে আসা বিজেপি সভাপতি দলীয় কর্মীদের সভায় বলেন, আজ কেন্দ্রে ৩৩০ জন এমপি নিয়ে কেন্দ্রে আমাদের সংখ্যাগরিষ্ঠ সরকার। বিভিন্ন রাজ্যে ১৩৮৭ জন বিধায়ক আমাদের। দল সাফল্যের তুঙ্গে রয়েছে, কিন্তু দলের প্রতি নিবেদিতপ্রাণ নিষ্ঠাবান কর্মীরা এতেই সন্তুষ্ট নন, তাঁরা মনে করেন, এখনও অনেক দূর যেতে হবে আমাদের।
এ প্রসঙ্গেই তিনি বলেন, ৫-১০ বছর শাসন করতে আসিনি আমরা, কম করে ৫০ বছরের জন্য এসেছি। এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যে, আগামী ৪০-৫০ বছরে ক্ষমতা কাজে লাগিয়ে দেশে বিরাট পরিবর্তন আনতে হবে আমাদের।
দলের কোর গ্রুপের সদস্য, পদাধিকারী, এমপি, বিধায়কদের সভায় তিনি মনে করিয়ে দেন, বছরের পর বছর ধরে দলের নেতাদের কঠোর পরিশ্রম, দায়বদ্ধতা, স্বার্থত্যাগের ফলশ্রুতিতেই বিজেপি সমীহ করার মতো রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে।
বিজেপি সভাপতি বলেন, একাধিক শীর্ষ নেতা দলীয় সংগঠন গড়ে তুলতে, শক্তিশালী করতে নিজেদের জীবন বলিদান করেছেন বলেই আজ বিজেপি ১০-১২ কোটি সদস্যের দল হতে পেরেছে। এখন আমাদের সুনিশ্চিত করতে হবে যে, দেশের এমন কোনও জায়গা বাকি থাকবে না যেখানে আমাদের পতাকা উড়বে না। এজন্য সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
চরিত্রই আমাদের মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কামরূপ থেকে কচ্ছ, সর্বত্র প্রতিটি বুথে বিজেপির উপস্থিতি সুনিশ্চিত করতে বিজেপি কর্মীদের আহ্বান জানান অমিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement