এক্সপ্লোর
বিজেপি গুণ্ডাদের দল, ২ মিনিটে দাঙ্গা লাগিয়ে দিতে পারে, দাবি কেজরীবালের

হিসার: ফের বিজেপি-কে তোপ আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবালের। তাঁর দাবি, ‘বিজেপি গুণ্ডাদের দল, দু’মিনিটের মধ্যে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দিতে পারে।’ হরিয়ানার হিসারে এক জনসভায় এই মন্তব্য করেছেন কেজরীবাল। তিনি বলেছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর কোনও কাজই করেনি। বিজেপি একটা কাজই করতে পারে, সেটা হল দাঙ্গা। বিজেপি দাঙ্গাবাজদের দল। যদি হিন্দু-মুসলিম দাঙ্গা চান, তাহলে বিজেপি-কে খবর দিন। ওরা দু’মিনিটে দাঙ্গা বাঁধিয়ে দেবে।’ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারকেও আক্রমণ করেছেন কেজরীবাল। তিনি কংগ্রেসের বিরুদ্ধেও সরব। আম আদমি পার্টি প্রধানের দাবি, ‘ভোট রাজনীতির জন্য বিজেপি ও কংগ্রেস হরিয়ানায় জাঠ সম্প্রদায়ের মানুষের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকজনের দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। গত তিন বছরে হরিয়ানায় জাতিবাদের নামে অনেক হিংসার ঘটনা দেখা গিয়েছে। কিন্তু এতেও খট্টার সরকারের ঘুম ভাঙেনি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















