এক্সপ্লোর
ধর্ষণের অভিযোগ, বারাণসীতে বিজেপি নেতা গ্রেফতার
বারাণসী: বারাণসীর একটি লজে এক মহিলাকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল স্থানীয় বিজেপি নেতা কানহাইয়া লাল মিশ্রকে। মহিলার অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক সরকারি অফিসারের সঙ্গে দেখা করার জন্য তাঁকে ওই লজে ডাকেন কানহাইয়া লাল। তিনি সেখানে পৌঁছলে ধর্ষণ করেন তাঁকে।
পঞ্চাশোর্ধ্ব কানহাইয়া লাল বিজেপির ভাদোসি জেলা শাখার প্রাক্তন সভাপতি। ৩২ বছরের ওই মহিলাকে তিনি স্থানীয় ইংলিশিয়া লেনের একটি লজে ডাকেন। মহিলা চাকরি খুঁজছিলেন, এ ব্যাপারে কানহাইয়ার সঙ্গে গত কয়েক মাস ধরে তাঁর টেলিফোনে কথাবার্তা হয়েছে। অভিযোগ, কানহাইয়া তাঁকে বলেন, ওই লজে এক মহিলা সরকারি অফিসারের সঙ্গে তাঁর কথাবার্তা বলিয়ে দেবেন তিনি।
মহিলা মঙ্গলবার ওই লজে এলে কানহাইয়া তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁর চেঁচামেচিতে লজের অন্যান্য লোকজন ছুটে আসেন, খবর দেওয়া হয় পুলিশে। সিগরা থানার পুলিশ এসে কানহাইয়াকে গ্রেফতার করে।
মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কানহাইয়ার ঘটনা বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে, কিছুদিন আগেই উন্নাও গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছেন তাদের এক বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
জেলার
Advertisement