এক্সপ্লোর
ঘুমন্ত নাবালিকাকে ট্রেনের মধ্যে যৌন নির্যাতন, অভিযুক্ত বিজেপি নেতা গ্রেফতার

চেন্নাই: তিরুঅনন্তপুরম-চেন্নাই এক্সপ্রেসের মধ্যে এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে বিজেপির জনৈক নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কেপি প্রেম অনন্ত, পেশায় আইনজীবী। অভিযুক্ত চেন্নাইয়ের আর কে নগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ২০০৬ সালে ভোটে দাঁড়িয়েছিলেন। তাঁর বিরুদ্ধে পক্সো আইনে মমালা রুজু করেছে পুলিশ, পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। ওই নাবালিকা ট্রেনের মধ্যে যখন ঘুমোচ্ছিল, অভিযুক্ত তখন তার শ্লীলতাহানির চেষ্টা করেন বলে খবর। মেয়েটি জেগে উঠে চিৎকার করলে তার পরিবার অভিযুক্তকে ধরে ফেলে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেয়েদের ওপর যৌন নির্যাতনের ঘটনা সাম্প্রতিককালে বারবার শিরোনামে এসেছে। উত্তর প্রদেশের উন্নাওতে এক তরুণীর ধর্ষণ ও তাঁর বাবাকে হত্যার দায়ে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার ও তাঁর ভাই অতুলকে জেলে পাঠানো হয়েছে। জম্মু ও গুজরাতেও নৃশংসভাবে ধর্ষণ-খুন হয়েছে ২ নাবালিকা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স পাশ করেছে, ১২ বছরের কমবয়সির ধর্ষণের অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















