এক্সপ্লোর
সোয়াইন ফ্লুতে মৃত্যু রাজস্থানের বিজেপি বিধায়কের

জয়পুর: সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের শাসক দলের এক বিধায়ক। জয়পুরে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল বিলওয়ারা জেলার মন্ডলগড়ের বিধায়ক কীর্তি কুমারীর। বয়স হয়েছিল ৫০। সোয়াইন ফ্লু-র কারণে শ্বাসকষ্টের জন্য তাঁকে গতকাল সরকারি এসএমএস হাসপাতাল থেকে ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। আজ সকালে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। রাজস্থান বিধানসভার একাধিক কমিটিতে ছিলেন কীর্তি কুমারী। এছাড়াও যুক্ত ছিলেন বিভিন্ন সংগঠনের সঙ্গেও। রাজস্থানে রিজোলিয়া রাজ পরিবারের সদস্যা কীর্তি কুমারী। রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে কীর্তি কুমারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















