এক্সপ্লোর
মধ্যপ্রদেশে থানায় ঢুকে কনস্টেবলকে থাপ্পড় বিজেপি বিধায়কের, ধরা পড়ল সিসিটিভি-তে

ভোপাল: থানার মধ্যে ঢুকে পুলিশ কর্মীকেই সপাটে চড় কষিয়ে দিলেন মধ্যপ্রদেশের এক বিজেপি বিধায়ক। মধ্যপ্রদেশের দেওয়াস জেলার উদয়নগরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার রাতে বাগলির বিজেপি বিধায়ক চম্পালাল দেভদা কনস্টেবল সন্তোষ ইভান্তিকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। সেই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি-তে। ফুটেজে বিজেপি বিধায়ককে ওই কনস্টেবলকে থাপ্পড় মারতে, গালাগালি ও হুমকি দিতে দেখা গিয়েছে। জানা গেছে, একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য থানার যেখানে রাখা হয়েছিল সেই এলাকায় ঢুকতে চেয়েছিলেন বিজেপি বিধায়কের ভাইপো। তাঁকে বাধা দেন সন্তোষ। এতে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। এই ঘটনার কথা শুনেই থানায় চলে আসেন বিধায়ক। এরপরই শুরু হয় তাণ্ডব। বিধায়কের হাতে মার খাওয়ার সময় নীরব ছিলেন সন্তোষ। থানায় তাঁর অন্য সহকর্মীরাও নীরব দর্শকের ভূমিকা নেন। পুলিশ সুপার অংশুমান সিংহ জানিয়েছেন, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত বিজেপি বিধায়কের সাফাই, এলাকায় কিছু সন্দেহজনক লোকজনদের গতিবিধি সম্পর্কে পুলিশকে জানাতে এসেছিলেন। কিন্তু পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তাঁর সঙ্গে বচসা জুড়ে দেন। জেলা বিজেপি মুখপাত্র শম্ভু আগরওয়াল বলেছেন, কোনও নিরপেক্ষ তদন্তের আগে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে পারবেন না। তাঁর আরও দাবি, এ ধরনের ঘটনায় জড়িত থাকার মতো লোক দেভদা নন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















