এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানি শিল্পীদের জুতোপেটা করা উচিত, বললেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক
নয়াদিল্লি: পাকিস্তানি শিল্পীদের ‘জুতোপেটা’ করার কথা বললেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সংগীত সোম।
উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার জেরে বলিউড সহ এ দেশে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সীমান্তের ওপারের কলাকুশলীদের ইতিমধ্যেই ভারত ছেড়ে চলে যেতে বলে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপির সঙ্গী শিবসেনা-এমএনএস। কথা না শুনলে তাঁদের ছবির শ্যুটিং ভন্ডুল করার হুমকিও দিয়েছে তারা। কিন্তু শরিকদের ছাপিয়ে এই বিতর্কিত বিজেপি এমএলএ বলেছেন, বেশ কিছু শিল্পী আছে, যারা এখানে কোটি কোটি টাকা কামাচ্ছে, যদিও পাকিস্তানে ওদের নিয়ে কেউ মাথাই ঘামায় না। বলিউডে এসে ওরা পকেট ভর্তি করে, কিন্তু ভারতের সঙ্গেই বিশ্বাসঘাতকতা (গদ্দারি) করে। ওদের তো উচিত ছিল পাকিস্তানকে এটা বুঝিয়ে দেওয়া যে, আমরা এ দেশে (ভারত) খাই-পরি, তাই এখানে সন্ত্রাসবাদী হামলা করা ঠিক হচ্ছে না।
২০১৩-র মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত উত্তরপ্রদেশের সারধানার এই বিজেপি বিধায়ক একইসঙ্গে বলেন, এ ধরনের লোকজনকে জুতো মেরে যে কোনও মূল্যে এই দেশ থেকে বের করে দেওয়া উচিত। লোকের ঘরে যে পশুটা খাবার পায়, তারও আনুগত্য থাকে। কিন্তু পাকিস্তানিরা ভারতের খায়-পরে, কিন্তু আমাদেরই পিছন থেকে ছুরি মারে। সোমের ভাষায়, নমক হারামি করতে হ্যায়! ভারতে থাকতে পারবে শুধু দেশভক্তরাই, বলেন তিনি। সেইসঙ্গে সোম বলেছেন, ওদের এবং পাকিস্তানকেও একটা কড়া জবাব দেওয়া উচিত। তবে চিন্তার কিছু নেই, ভারতীয় সেনাবাহিনী সেটা ওদের দেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement