এক্সপ্লোর
Advertisement
'প্রধানমন্ত্রী যতই স্বপ্ন দেখুন না কেন, বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়ন প্রয়োজন', বললেন বিজেপি সাংসদ
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে বিজেপির মধ্যপ্রদেশের মোরানা আসনের সাংসদ সরকারকে সতর্ক করে বললেন, বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা ও রূপায়ণ যথেষ্টই দুর্বল। সাংসদ অনুপ মিশ্র বলেছেন, সঠিক রূপায়ণ হলে তবেই মানুষ প্রধানমন্ত্রীর প্রকল্পগুলির সুফল পেতে পারেন।
সংসদের বাজেট অধিবেশন চলার মধ্যেই বিজেপি সাংসদের এই মন্তব্য যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ। মিশ্র বলেছেন, সরকারের মন্ত্রীরা ভালো ভালো সব প্রকল্প আনছেন বটে, কিন্তু সেগুলির সঠিক রূপায়ণ না হলে তো সাধারণ মানুষ সুফল পাবেন না।
তিনি আরও বলেছেন, প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রেই মন্ত্রীর জবাবদিহি করা দরকার। এখানেই না থেকে মিশ্র বলেছেন, সাংসদদের এলাকা উন্নয়ণের টাকা তিন বছর ধরে পাওয়া যাচ্ছে না। এরজন্য কে জবাব দেবে?
মিশ্র নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, মোদীর নেতৃত্বে দেশে বহু প্রকল্পই চালু হয়েছে। কিন্তু এগুলির রূপায়ণ এত ধীর গতির যে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারছে না।
এ প্রসঙ্গে নিজের সংসদীয় কেন্দ্রের জেলা মোরানার প্রসঙ্গ তুলে বিজেপি সাংসদ বলেছেন, এই জেলায় ৭০৩ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত মাচ্র ১৩৩ টি শৌচাগার রয়েছে। তাঁর কথায়, শুধু প্রকল্প ঘোষণা করলেই হবে না, সাধারণ মানুষ যাতে তার সুবিধা পায়, তার প্রতিও নজর রাখতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement