এক্সপ্লোর
Advertisement
ছত্তীসগঢ়ের মেয়েদের সম্পর্কে অপমানজনক মন্তব্য বিজেপি সাংসদের, নিন্দায় কংগ্রেস
রায়পুর: প্রকাশ্যে ছত্তীসগঢ়ের মেয়েদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করলেন প্রবীণ বিজেপি সাংসদ বংশীলাল মাহাত। কলকাতা ও মুম্বইয়ের মেয়েদের সঙ্গে ছত্তীসগঢ়ের মেয়েদের তুলনা করতে গিয়ে একটি আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি। তাঁর এই মন্তব্যের নিন্দায় সরব কংগ্রেস এবং মহিলা সংগঠনগুলি।
বিজেপি সাংসদের এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেস মুখপাত্র রমেশ ওয়ারলিয়ানি বলেছেন, ‘এই ধরনের মন্তব্যের মাধ্যমে বিজেপি নেতাদের অগভীর চিন্তার প্রমাণ পাওয়া যায়। এর ফলে বোঝা যায়, দেশের মহিলাদের প্রতি তাঁদের কতটা সম্মান! একদিকে তাঁরা বলেন, বেটি বাঁচাও, বেটি পড়াও, অন্যদিকে তাঁদের মানসিকতা এরকম। সাংসদ বংশীলাল মাহাতর মন্তব্য নিন্দাজনক। তিনি আমাদের হতাশ করেছেন। আমরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।’
একটি মহিলা সংগঠনের নেত্রী রুবি মুখোপাধ্যায় বলেছেন, ‘এই ধরনের মন্তব্য ভয়ানক। এই মন্তব্য করার জন্য জেলে পাঠানো উচিত। এই সাংসদের বিরুদ্ধে গোটা মহিলা সমাজের সরব হওয়া উচিত। আমি চাই ছত্তীসগঢ় সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
জেলার
জেলার
Advertisement