এক্সপ্লোর
চিকিত্সকদের মারধর করে বিতর্কে কর্নাটকের বিজেপি সাংসদ

সিরসি: বেসরকারি হাসপাতালের দুই চিকিত্সক ও এক কর্মীকে মারধর করার অভিযোগ কর্নাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ের বিরুদ্ধে। সাংসদ তাঁর অসুস্থ মায়ের চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে চিকিত্সকদের মারধর করেন বলে জানা গিয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত হওয়ার পর জোর শোরগোল পড়ে গিয়েছে। সিসিটিভি-তে দেখা যাচ্ছে, হেগড়ে এক ব্যক্তির গলা চেপে ধরে তাঁকে মারধর করছেন।এক নার্স বাধা দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনায় আগত দুই চিকিত্সকের ছবি সংবাদ চ্যানেলগুলিতে প্রচারিত হওয়ার পরও অবশ্য হেগড়ের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এই ভিডিও ফুটেজ সম্পর্কে দুই চিকিত্সক বা উত্তর কন্নড়ের সাংসদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর, প্রাথমিকভাবে দুই পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে তাঁদের মধ্যে সমঝোতা হয়ে যায়। সাংসদ তাঁর আচরণের জন্য নিগৃহীতদের কাছে ক্ষমাও চেয়েছেন বলে সূত্রের খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















