এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে সনিয়া, ইয়েচুরির সঙ্গে কথা বলবে বিজেপির কমিটি, বিরোধীদের বৈঠকে কোনও নাম নিয়ে আলোচনা হয়নি
নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করার ব্যাপারে সনিয়া গাঁধী, সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলবে বিজেপির ৩ সদস্যের কমিটি। কেন্দ্রীয় মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডুর ঘনিষ্ঠ সূত্রের খবর, শুক্রবার কমিটি কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কথা বলবে। তারপর কথা বলবে সিপিএম সাধারণ সম্পাদকের সঙ্গে।
আলোচনা হবে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতির ভিত্তিতে বিশিষ্ট কাউকে বাছাইয়ের ব্যাপারে।
আজই রাষ্ট্রপতি ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে আনুষ্ঠানিকভাবে।
বিজেপির ওই কমিটিতে আছেন বেঙ্কাইয়া ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ১২ জুন কমিটি তৈরি করেন বিজেপি সভাপতি অমিত শাহ। কমিটিকে রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের উত্তরসূরী বাছাইয়ের ব্যাপারে ঐকমত্য গড়তে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়। কমিটি কথা বলবে বিজেপি শরিকদের পাশাপাশি সব বিরোধী দলের নেতাদের সঙ্গেও।
সূত্রের খবর, ইতিমধ্যে বেঙ্কাইয়ার এ নিয়ে কথা হয়েছে এনসিপি নেতা প্রফুল্ল পটেল ও বিএসপি নেতা সতীশচন্দ্র মিশ্রের সঙ্গে। দুজনেই নাকি বেঙ্কাইয়াকে আশ্বাস দিয়েছেন, বিজেপির প্যানেলের সঙ্গে কথা বলার পরই রাষ্ট্রপতি পদপ্রার্থীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে বিরোধী নেতারা আজ প্রথম সংসদ ভবনে রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদের কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল নির্ধারণে বৈঠকে বসেন। এ ব্যাপারে বিরোধী শিবিরের গঠিত কমিটির ১০ সদস্যই বৈঠকে ছিলেন।
বৈঠকের পর গুলাম নবি সাংবাদিকদের জানান, তাঁরা কোনও নাম নিয়েই আলোচনা করেননি আজ। পছন্দসই প্রার্থী বাছাইয়ের ব্যাপারে ফের আলোচনায় বসবেন তাঁরা।
১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন।
সূত্রের খবর, বিরোধী শিবির পছন্দের নামগুলি নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও সরকারের পদক্ষেপের অপেক্ষায় থাকবে। বিরোধী পক্ষ শাসক শিবিরের সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় তরফের কাছে গ্রহণযোগ্য কাউকে পাওয়া যাবে বলে আশা করছে।
কিন্তু তা না হলে তারা এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নিজেদের প্রার্থী দাঁড় করাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement