এক্সপ্লোর
Advertisement
গুজরাতে ৭০ জনের প্রথম প্রার্থীতালিকা বিজেপির, ১৭ পটেল, ১৮ ওবিসি-কে টিকিট
নয়াদিল্লি: গুজরাত বিধানসভা নির্বাচনে শুক্রবার প্রথম দফায় ৭০টি আসনের প্রার্থী তালিকা দিল বিজেপি। ৪৯টি কেন্দ্রে বর্তমান দলীয় বিধায়করাই টিকিট পেয়েছেন। ৫টি আসনে কংগ্রেস ছেড়ে আসা লোকজনকে প্রার্থী করেছে তারা। ১৬টি কেন্দ্রে নতুন মুখ দাঁড় করিয়েছে বিজেপি। ১৮২ আসনবিশিষ্ট গুজরাত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে দু দফায়, ৯ ও ১৪ ডিসেম্বর।
বিজেপি সূত্রের খবর, ৭০ প্রার্থীর মধ্যে ১৭ জন প্যাটেল, ১৮জন ওবিসি, তিনজন তফসিলি জাতি ও ১১ জন তফসিলি উপজাতিভুক্ত। ওবিসিদের মধ্যে ঠাকুররাই সংখ্যাগরিষ্ঠ, তারপরই আছে কোলিরা।
রাজকোট পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ভাই রূপানি। উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলকে টিকিট দেওয়া হয়েছে মহেসানা কেন্দ্রে। গুজরাত বিজেপি সভাপতি জিতুভাই ভাগানি লড়ছেন ভাবনগর পশ্চিম কেন্দ্রে।
যে ৫ বিদ্রোহী কংগ্রেসি বিজেপির প্রথম প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন, তাঁরা হলেন রাঘবজী পটেল, ধর্মেন্দ্রসিন জাডেজা, রামসিন পারমার, মানসিং চৌহান ও সি কে রাওলজি। এঁরা সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেতা আহমেদ পটেলের বিরুদ্ধে বিজেপির পক্ষ নেন।
বিজেপি সভাপতি অমিত শাহের পৌরহিত্যে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীতালিকায় সিলমোহর দেওয়া হয়। বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জল্পনার প্রেক্ষাপটে গুজরাতের ভোটপ্রচারে মুম্বই থেকে নেতা, কর্মীদের পাঠাচ্ছে বিজেপি, কংগ্রেস, দুদলই। বিজেপি ইতিমধ্যেই ১০০জন গুজরাতি বলতে পারা বিধায়ক, কর্পোরেটর, কর্মীকে সুরাতে পাঠিয়েছে। এঁরা সংখ্যালঘু সমাজের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। পাল্টা কংগ্রেস দক্ষিণ গুজরাতের কেন্দ্রগুলিতে প্রায় ২০০ কর্মী পাঠাবে বলে ঘোষণা করেছে। মহারাষ্ট্র, বিশেষত মুম্বই থেকে নির্বাচিত প্রভাবশালী জনপ্রতিনিধিদের গুজরাতের ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপির মুম্বই শাখার প্রধান আশিস সেলার এর মধ্যেই সুরাতে ঘাঁটি গেড়েছেন। সুরাত ও সংলগ্ন ১৬টি গ্রামীণ এলাকায় বৃহন্মুম্বই পুরসভায় গুজরাতি ভাষায় কথা বলা কর্পোরেটর, উত্তর ভারতীয় মোর্চা ও সংখ্যালঘু শাখার সঙ্গে যু্ক্ত দলীয় কর্মীদের পাঠাবে বিজেপি। গুজরাতের অন্যত্র যেতে বলা হয়েছে মুম্বইয়ের আরও কয়েকজন গুজরাতি বলতে পারা বিজেপি নেতাকে। দু বছর আগে চালু হওয়া মিসড কল ব্যবস্থার মাধ্যমে গুজরাতি ভোটারদের কাছে চলে যাবেন তাঁরা।
অন্যদিকে কংগ্রেসের মুম্বই শাখার প্রধান সঞ্জয় নিরুপমের দাবি, দলীয় সহ সভাপতি রাহুল গাঁধী দারুণ সাড়া পাচ্ছেন গুজরাতে। একটি সমীক্ষায় প্রকাশ, বিজেপির সঙ্গে কংগ্রেসের ভোটারদের সমর্থনের ফারাক আগের ৩০ থেকে নেমে এসেছে ৬ শতাংশে। আমাদের কর্মীরা এই সমর্থনকে ভোটবাক্সে টেনে আনতে ঝাঁপিয়ে পড়বেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement