ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়জয়কার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক শিবির জয়ী ৮৫ শতাংশ আসনে
রাজ্যে মোট ৬,১১১ গ্রাম পঞ্চায়েত, ৪১৯ পঞ্চায়েত সমিতি ও ১১৬ জেলা পরিষদ রয়েছে।

আগরতলা: ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়জয়কার। গত ২৭ তারিখ ভোটগ্রহণ হয়েছিল। বৃহস্পতিবার ফলপ্রকাশ হয়। ৮৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির। বাকি ১৫ শতাংশ আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ছিল ৮৩৩ গ্রাম পঞ্চায়েত, ৮২ পঞ্চায়েত সমিতি ও ৭৯ জেলা পরিষদ। ফলপ্রকাশ হলে দেখা যায়, বিজেপি জিতেছে ৬৩৮ গ্রাম পঞ্চায়েত আসনে। সিপিএম জিতেছে ২২টি, কংগ্রেস ১৫৮টি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা জয়ী হয়েছে ৬টি আসনে। ৯টি আসন জিতেছে নির্দলরা। পঞ্চায়েত সমিতিতে বিজেপি জিতেছে ৭৪ আসন। এছাড়া, সিপিএম একটি ও কংগ্রেস ৬টি আসন পেয়েছে। অন্যদিকে, জেলা পরিষদে বিজেপি ৭৭টি আসন জিতেছে এবং কংগ্রেস ২টি। এদিন রাজ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, রাজ্যে মোট ৬,১১১ গ্রাম পঞ্চায়েত, ৪১৯ পঞ্চায়েত সমিতি ও ১১৬ জেলা পরিষদ রয়েছে। সব মিলিয়ে মোট ৬,৬৪৬ আসন। এর মধ্যে ৫,৬৫২ আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।






















