এক্সপ্লোর
Advertisement
আধার, ইভিএম, মোবাইল যা-ই হোক, বিরোধীরা সবসময় প্রযুক্তিকে বাধা দিয়েছে, বিজেপি আধুনিক ভারত গড়তে চায়, বললেন মোদী
বেঙ্গালুরু: আধার কার্ড বা ইভিএম, যা-ই হোক না কেন, বিরোধীরা সবসময়ই প্রযু্ক্তির বিরোধিতা করে বলে অভিযোগ নরেন্দ্র মোদীর। আজ নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে দলের যুবমোর্চা কর্মীদের উদ্দেশ্যে ভাষণে স্কিল বা দক্ষতার মান বাড়ানো, উদ্ভাবনী শক্তির ওপর জোর দিয়ে বিজেপি আধুনিক ভারত গড়তে চায় বলে জানান প্রধানমন্ত্রী।
কর্নাটকে ১২ মে-র নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার জল্পনার জোর গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু কর্মীরা দলের অনুকূলে জনমত তৈরি করতে, ধরে রাখতে বিরাট চেষ্টা করছেন বলে জানিয়ে তাঁদের প্রশংসা করে তিনি বলেন, ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেও মানুষের উদ্দীপনা দেখছি। এমন উত্সাহ, জোয়ার সাধারণত দেখা যায় না। মনে হচ্ছে, জনগণ নিজেরাই ভোটে লড়ছেন। সমাজের সব অংশের মানুষ সামিল হচ্ছেন।
মোদী বলেন, হতাশা ছড়াতে ত্রিশঙ্কু বিধানসভা হবে বলে প্রচার চলছে। কিন্তু কর্নাটক বিজেপি কর্মীরা দলের পক্ষে সমর্থনের হাওয়া ধরে রাখতে বড় ভূমিকা নিয়েছেন। যুবমোর্চা কর্মীদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, অনলাইন, অফলাইন বা জনসংযোগ, সবেতেই যুবশক্তি রয়েছে সবার আগে। যুবকরাই বিজেপির সবচেয়ে বড় শক্তি। একদিকে আছে সেইসব দল যারা প্রযু্ক্তিতে অনেক পিছিয়ে রয়েছে, হয় তা বোঝে না, নইলে জেনেশুনে মিথ্যা ছড়াচ্ছে। সর্বত্র মোবাইল ফোন, আধার কার্ড, ইভিএম-যাবতীয় প্রযুক্তির বিরোধিতা করেছে। আরেকদিকে এক আধুনিক ভারত। স্কিল, দক্ষতা বাড়ানো বা উদ্ভাবন-- জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রযুক্তিকে গুরুত্ব দিতে চাই।
সংগঠনের ভিতরেও যুব মোর্চা কর্মীরা প্রযুক্তির ভূমিকা বাড়ানোর দিকে নজর দেওয়ায় তাঁদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটা কৃত্রিম জ্ঞানের যুগ। ভারত তা থেকে পিছিয়ে থাকতে পারে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement