এক্সপ্লোর
Advertisement
শিবসেনাকে হারিয়ে পালঘর লোকসভা উপনির্বাচনে জয় বিজেপি-র, জামানত জব্দ কংগ্রেস প্রার্থীর
মুম্বই: জোটসঙ্গী শিবসেনাকে হারিয়ে মহারাষ্ট্রের পালঘরে লোকসভা উপনির্বাচনে জয় পেল বিজেপি। এই আসনটি বিজেপি-র দখলেই ছিল। সাংসদ চিন্তামন ওয়ানাগা প্রয়াত হওয়ায় আসনটি খালি হয়। সেখানে আজ ২৯,৫৭৪ ভোটে জিতলেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র গাভিট। তিনি ২,৭২,৭৮০ ভোট পেয়েছেন। শিবসেনা প্রার্থী প্রয়াত সাংসদের ছেলে শ্রীনিবাস ওয়ানাগা পেয়েছেন ২,৪৩,২০৬ ভোট। কংগ্রেস প্রার্থী দামোদর শিঙ্গডার জামানত জব্দ হয়েছে। তিনি ৬ শতাংশেরও কম ভোট পেয়েছেন। এক নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, পালঘরে মোট ভোট পড়েছে ৮,৬৯,৯৮৫। তার ৬ শতাংশ ৫২,১৯৯। কিন্তু শিঙ্গডা মাত্র ৪৭,৭১৪ ভোট পেয়েছেন।
পালঘর উপনির্বাচন বিজেপি ও শিবসেনা দু’দলের কাছেই সম্মানের লড়াই ছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরা এখানে প্রচারে আসেন। বিজেপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিবসেনা পিছন থেকে ছুরি মেরেছে। প্রচারে পিছিয়ে ছিল না উদ্ধব ঠাকরের দলও। তারা প্রার্থী করে চিন্তামনের ছেলেকে। একটি অডিও ক্লিপ প্রকাশ করেন উদ্ধব। সেই অডিও ক্লিপে শোনা যায়, ফঢ়ণবীশ বিজেপি কর্মীদের বলছেন, নির্বাচনে জেতার জন্য সবরকম পন্থা অবলম্বন করতে হবে। পাল্টা ১৪ মিনিটের একটি অডিও ক্লিপ প্রকাশ করেন ফঢ়ণবীশ। এই দাবি-পাল্টা দাবির মধ্যেই হয় ভোট। সেখানে শিবসেনাকে টেক্কা দিল বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, বিরোধী ভোট ভাগ হওয়াতেই পালঘরে সহজ জয় পেল বিজেপি। বহুজন বিকাশ অগাধি প্রার্থী বলিরাম যাদব ২,২২,৮৩৭ ভোট পেয়েছেন। এনসিপি নেতা নবাব মালিক বলেছেন, বলিরামকে সমর্থন করা উচিত ছিল কংগ্রেসের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement