এক্সপ্লোর
Advertisement
‘ভাড়া’র অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকার লেনদেন, ফেরার পানওয়ালা
নয়াদিল্লি ও গাজিয়াবাদ: নোট বাতিলের পর অসাধু ব্যক্তিদের কালো টাকা সাদা করার বিভিন্ন উপায় অবলম্বনের খবর সামনে এসেছে। এমনও দেখা গিয়েছে, ‘ভুলক্রমে’ কারুর কারুর অ্যাকাউন্টে কোটি টাকা জমা পড়েছে। যেসব অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে সেগুলি নজরে এসেছে সরকারের। এ সবের মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। ‘ভাড়া’য় দেওয়া একটি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেল।
আসলে জাতীয় রাজধানী অঞ্চলে এক পানওয়ালার অ্যাকাউন্টে জমা পড়েছিল পাঁচ কোটি টাকা। এ ব্যাপারে মামলা দায়ের হওয়ার আগেই ওই পানওয়ালা ফেরার হয়ে গিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। জানা গেছে, নোট বাতিলের পর ওই পানওয়ালা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। এ জন্য তিনি আট হাজার টাকা পেয়েছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এক জমিবাড়ির ব্যবসায়ী ওই পানওয়ালার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা জমা করেন এবং পরে তা তুলেও নেন। গাজিয়াবাদের চৌধুরী মোড় এলাকার পানের দোকানদার ঘণশ্যামের অ্যাকাউন্ডে গত ৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ কোটি টাকা জমা হয় এবং তোলা হয়। আয়কর বিভাগের তদন্তে এই তথ্য সামনে এসেছে। উল্লেখ্য, যে ব্যাঙ্কে ঘণশ্যামের অ্যাকাউন্ট ছিল, তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement