এক্সপ্লোর
কোচিন শিপ ইয়ার্ডে জাহাজে বিস্ফোরণ, আগুন, হত ৫, জখম ১১

নয়াদিল্লি: কেরলের কোচিন শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, সকাল ১০ টা নাগাদ নোঙর করে থাকা একটি জাহাজ সাগর ভূষণ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।ওই সময় ওএনজিসি-র ওই জাহাজটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে । কাজ করছিলেন প্রায় ২০ জন। জানা গেছে, জাহাজের জলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয় । এই ঘটনায় ৫ জন নিহত হন, ১১জন জখম হয়েছেন। বিস্ফোরণের সময় যাঁরা কাজ করছিলেন তাঁদের অধিকাংশই দিন মজুর ও ঠিকে শ্রমিক। মঙ্গলবার ছুটির দিন হওয়ায় নিয়মিত শ্রমিকদের কেউ শিপ ইয়ার্ডে ছিলেন না। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্ত অনুসারে প্রচণ্ড ধোঁয়ার কারণেই পাঁচজনের প্রাণহানি হয়েছে। কোচির এই শিপ ইয়ার্ডের কাজ চালু হয়েছিল ১৯৭৮-এ। দেশে এটিই সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নীতীন গডকড়ি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেছেন, তিনি শিপ ইয়ার্ডের এমডি-র সঙ্গে কথা বলেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে ঘটনার দ্রুত তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এমডি-কে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















