লাথি-ভিডিও: আমাদের জওয়ানদের সঙ্গে পাঙ্গা নিও না, হুঁশিয়ারি অনুপম খেরের

মুম্বই: শ্রীনগরে বিক্ষোভকারীদের হাতে সিআরপিএফ জওয়ানদের প্রহৃত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করল বলিউড।
গত রবিবার শ্রীনগরে লোকসভা উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় বাহিনীর। জওয়ানদের লক্ষ্য করে পাথর-বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। এরমধ্যেই, একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায়। সেখানে দেখা যায়, কয়েকজন বিক্ষোভকারী মিলে এক জওয়ানকে মাটিতে ফেলে বেধড়ক মারছে। বিক্ষোভকারীরা তাঁকে চড়, কিল, লাথি মারছে বলেও দেখা যায়।
এই ঘটনার তীব্র নিন্দায় মুখর হয় বলিউড। বহু অভিনেতা টুইটারে বিক্ষোভকারীদের ওপর নিজেদের ক্ষোভ উগরে দেন। অভিনেতা অনুপম খের একটি ভিডিও পোস্ট করে বলেন, শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমি জওয়ানদের সাধুবাদ জানাচ্ছি, তাঁরা সংযত থেকেছেন। কিন্তু, একইসঙ্গে (বিক্ষোভকারীদের) এটাও বলতে চাই, আমাদের জওয়ানদের সঙ্গে পাঙ্গা নিও না। পাশাপাশি, তিনি এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখার জন্য জনসাধারণকে আহ্বান করেন।
[embed]https://twitter.com/AnupamPkher/status/852729265816784897[/embed]শুধু অনুপম নন, একাধিক শিল্পী এই ঘটনার সমালোচনা করেন। অভিনেতা ফরহান আখতার লেখেন, আমাদের জওয়ানদের এভাবে চড় খেতে, হেনস্থা হতে দেখে সত্যিই খারাপ লাগছে। তাঁদের সংযমকে সাধুবাদ জানাচ্ছি। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।
[embed]https://twitter.com/FarOutAkhtar/status/852739911824191488[/embed]রণদীপ হুডা লেখেন, এই জওয়ান যদি নিজের বন্দুক ব্যবহার করতেন, তাহলে তখন সেটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যেত। এখানে জওয়ানকেও (অস্ত্র ব্যবহার করার) স্বাধীনতা দেওয়া উচিত ছিল। ভীষণই ক্ষুব্ধ। দক্ষিণী অভিনেতা কমল হাসান লেখেন, দেশের সেনার গায়ে যারা হাত তোলার দুঃসাহস করেছে, তাদের ধিক্কার। বলেন, অহিংসাই হল সাহসিকতার সেরা নিদর্শন। সিআরপিএফ এই ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছে।
[embed]https://twitter.com/RandeepHooda/status/852493097279803392[/embed] [embed]https://twitter.com/ikamalhaasan/status/852760737067827202[/embed]





















