এক্সপ্লোর
Advertisement
ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
নয়াদিল্লি: সাফল্যের সঙ্গেই ভারত আজ ২৯০ কিমির বেশি পাল্লার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল, যা লক্ষ্যবস্তুকে নির্ভূলভাবে আঘাত করেছে। এদিন বেলা ১২টায় পোখরানের ফায়ারিং রেঞ্জ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ব্রহ্মস-এর। ভূমিতে হামলার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের গোটা সিস্টেম পরীক্ষা করে দেখে নেয় ভারতীয় বায়ুসেনা। সম্প্রতি ৫০টির বেশি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ভাণ্ডার হাতে এসেছে বায়ুসেনার।
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের দুনিয়ায় নানা সময়ে ব্রহ্মস-এর অভিনব সিস্টেমের শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ভারত ও রাশিয়ার যৌথ প্রয়াসের ফসল ব্রহ্মস এয়ারোস্পেস। এও বলা হয়েছে, এদিনের পরীক্ষামূলক উড়ানের যা যা মাপকাঠি ছিল, সব একেবারে কেতাদুরস্ত ঢঙে পূরণ করা গিয়েছে। নিশানায় একেবারে নির্ভূল ভাবে আঘাত করে তাকে ধবংস করে দিয়েছে ব্রহ্মস।
পরীক্ষামূলক উড়ান সফল হওয়ায় ব্রহ্মস এয়ারোস্পেস-এর সিইও তথা এমডি সুধীর মিশ্র বলেছেন, এমন এক জটিল অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করায় অভিনন্দন ভারতীয় বায়ুসেনাকে। দুনিয়ায় সর্বসেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসাবে আরও একবার নিজের দক্ষতার প্রমাণ দিল ব্রহ্মস। গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত বায়ুসেনা, ব্রহ্মস টিম ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ডিআরডিও প্রধান এস ক্রিস্টোফারও।
প্রসঙ্গত, ব্রহ্মস মিসাইল সিস্টেম হাতে থাকার ফলে সশস্ত্র বাহিনীর তিন শাখারই জাহাজ-বিধ্বংসী ও ভূমিতে আক্রমণের ক্ষমতা এক নতুন মাত্রা পেয়েছে।
প্রতিরক্ষা সূত্রে বলা হচ্ছে, সীমান্তের কাছে রাডার, কমিউনিকেশন সিস্টেমের মতো টার্গেটকে নজরে রাখতে গত বছর বায়ুসেনা এই মিসাইল সিস্টেম গ্রহণ করে যাতে তাদের বিমান শত্রুপক্ষের হাতে আক্রান্ত না হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement