এক্সপ্লোর
ছয় তলা বাড়িতে আগুন,পুলিশ কনস্টেবলের সাহসিকতায় প্রাণরক্ষা ২০ জনের
হায়দরাবাদ: পুলিশ কনস্টেবলের সাহসিকতায় আগুনের কবল থেকে প্রাণ বাঁচল প্রায় ২০ জনের। মাসাব ট্যাঙ্ক এলাকায় এদিন একটি বিল্ডিংয়ে আগুন ধরে যায়। হুমায়ুন নগর থানার কনস্টেবল ভীম রাও ওই বিল্ডিংয়ের কাছেই একটি রাস্তায় মোতায়েন ছিলেন। লোকজনের চিতকার চেঁচামেচি শুনে ছুটে যান ভীম রাও। ছয় তালার ওই বাড়ি তখন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গিয়েছে। প্রথম তল থেকে দাউ দাউ বেরিয়ে আসছে আগুনের শিখা। সেই অবস্থাতেই ভীম রাও বাড়িটিতে আটক মহিলা, শিশু ও বৃ্দ্ধ সহ প্রায় ২০ জনকে নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করেন। কারুর কোনও আঘাত লাগেনি। হুমায়ুন নগর থানার এসএইচও একথা জানিয়েছেন।
তবে বাড়িতে থাকা ঘরবাড়ির সরঞ্জাম পুড়ে গিয়েছে। সকাল সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে। আধঘন্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এক বৃদ্ধ জানিয়েছে, শুধু আটকদের বের করেই আনা নয়, বিস্ফোরণ যাতে না ঘটে সেজন্য ভীম রাও রান্নার গ্যাসের সিলিন্ডারও বাইরে নিয়ে আসেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement