উত্তরপ্রদেশ নির্বাচন: মায়াবতীর দ্বিতীয় তালিকায় ২২ জন মুসলিম প্রার্থী
লখনউ: উত্তরপ্রদেশ নির্বাচনের দামামা বাজতেই দুই দফায় এখনও পর্যন্ত ২০০ জন প্রার্থী তালিকা ঘোষণা করল বহুজন সমাজ পার্টি। বৃহস্পতিবার প্রথম দফায়১ ১০০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। এদিন আরও ১০০ জনের নামের তালিকা প্রকাশ করা হল।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ২০০ জনের মধ্যে ৫৮ জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। গতকাল প্রথম তালিকার মধ্যে ৩৬ জন মুসলিম প্রার্থী ছিলেন। এদিনের তালিকায় আরও ২২ জনের নাম ঘোষণা করা হয়। প্রসঙ্গত, রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশই মুসলিম-সম্প্রদায়ভুক্ত।
দলের সুপ্রিমো মায়াবতী আগেই জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের ৪০৩ আসনের জন্যই প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। তার মধ্যে অর্ধেক নামের তালিকা ঘোষণা হয়েছে।
পূর্ণাঙ্গ তালিকায় ৮৭ জন দলিত, ৯৭ জন মুসলিম এবং ১০৬ জন অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মানুষকে এবারের টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি, ৬৬ জন ব্রাহ্মণ, ৩৬ ক্ষত্রিয় এবং কায়স্থ, বৈশ্য ও পঞ্জাবিরা মিলিয়ে ১১ জন এবার প্রার্থী হচ্ছেন।