এক্সপ্লোর
Advertisement
উন্নয়নে দায়বদ্ধ সরকার, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই মন্ত্রেই পেশ হবে বাজেট:রাষ্ট্রপতি
নয়াদিল্লি: আজ থেকে শুরু হল সংসদে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রারম্ভে দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বার্তা, ২০১৭ সালের বাজেট ঐতিহাসিক। কারণ, এবছর শুধু বাজেট এগিয়ে আসেনি, একইদিনে রেল এবং কেন্দ্রীয় বাজেট পেশ করে আম জনতার সামনে নয়া নজির সৃষ্টি করছে কেন্দ্র।
রাষ্ট্রপতি তাঁর ভাষণের শুরুতে দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেন, সরকার দেশের উন্নয়নের স্বার্থে দায়বদ্ধ। তাই এবছর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রেই বাজেট পেশ হবে। আগামীকাল বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাষ্ট্রপতির ভাষায় জেটলির বাজেট আদপে গরীব, পীড়িত, দলিত, বঞ্চিতদের উন্নয়নের লক্ষ্যেই পেশ করা হবে।
প্রণব মুখোপাধ্যায় তাঁর বক্তৃতায় বলেন, গরীবদের সার্বিক উন্নয়ন, কৃষকদের জীবনে পরিবর্তন, এবং মহিলাদের ক্ষমতায়নই এই সরকারের অন্যতম লক্ষ্য। আর সেই সমস্ত লক্ষ্য পূরণের চেষ্টা হবে আগামীকালের বাজেটে। এপ্রসঙ্গে, উচ্চবিত্ত ও ধনীদের গ্যাসে ভর্তুকি না নেওয়ার সিদ্ধান্তেও গরীবদের উপকৃত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে যেভাবে কঠিন হাতে লাগাম ধরেছে বর্তমান সরকার, দেশের প্রায় আঠারো হাজার গ্রামে বিদ্যুত্ পরিষেবার ব্যবস্থা করা, সবকিছু উঠে এসেছে তাঁর আজকের বক্তব্যে।
এরপর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করেও তিনি বলেন, এই সিদ্ধান্তে আমজনতা সাময়িক সমস্যায় পড়লেও, বাস্তবে কালো টাকা, জাল নোট ও দুর্নীতি নিয়ন্ত্রণে এর চেয়ে ভাল পদক্ষেপ আশা করা যেত না।
দেশের নিরাপত্তা প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতির মন্তব্য, সীমান্তে অনুপ্রবেশ রুখতে, জঙ্গি কার্য কলাপে লাগাম পড়াতে বদ্ধপরিকর বর্তমান সরকার। আর এখনও পর্যন্ত এক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement