2021 Budget on Healthcare: স্বাস্থ্যখাতের বরাদ্দ বৃদ্ধি ১৩৭ %, জোর পুষ্টি, স্বচ্ছ ভারত প্রকল্পেও
Union Budget 2021: অর্থমন্ত্রী জানান, দূষণ রোধে কুড়ি বছরের পুরনো ব্যক্তিগত যানও বাতিল করা হবে।
নয়াদিল্লি: স্বাস্থ্যের ওপর বাড়তি গুরুত্ব দিতে বাজেটে জোর কেন্দ্রের। আগামী অর্থবর্ষে ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে বলে ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। এর ফলে, গতবারের তুলনায় স্বাস্থ্যখাতের বরাদ্দ বৃদ্ধি করা হল ১৩৭ %।
এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে সীতারমণ বলেন, ‘বাজেট এমন হবে যাতে ঘুরে দাঁড়ানো সহজ হয়। আমরা আত্মনির্ভরতার লক্ষে বাজেট তৈরি করছি।
গ্রামীণ স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দেওয়া হয়েছে। নির্মলা বলেন, ‘৫৪ হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হল। এর ফলে গ্রামে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। উপকৃত হবে ৬০২টি জেলা।’
তিনি বলেন, ‘পুষ্টির দিকেও আমাদের নজর দিতে হবে। পুষ্টির প্রকল্পগুলিকে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেব। এর জন্য ২লক্ষ ৮৭ কোটি টাকা বরাদ্দ করা হল।’
পাশাপাশি, ‘স্বচ্ছ ভারতের জন্য ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, দূষণ রোধে পুরনো গাড়ি বাতিল করা হবে। কুড়ি বছরের পুরনো ব্যক্তিগত যান বাতিল করা হবে।
নির্মলা বলেন, ‘ ভারতে তৈরি টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। স্বচ্ছ ভারতের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা।’
এদিন বাজেটের শুরুতে সীতারমণ বলেন, ‘অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট। অনেকে হারিয়েছেন প্রিয়জনকে, হারিয়েছেন টাকাপয়সা। লকডাউন না করলে আরও প্রাণ হারানোর আশঙ্কা ছিল। করোনার ফলে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে।
তিনি বলেন, ‘৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে। ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর।
নির্মলা বলেন, ‘করোনা-কালে ৫টি মিনি বাজেট ঘোষণা করে মোদি সরকার। প্রতি ১০ লক্ষে মৃত্যু হার কমেছে উল্লেখযোগ্য হারে। জিডিপি-র ১৩ শতাংশ খরচ হচ্ছে আত্মনির্ভর প্যাকেজে।’