এক্সপ্লোর
Advertisement
ব্যাঙ্কের দেওয়ালে দু ফুট গভীর গর্ত খুঁড়ে তিরিশটি লকার ভেঙে কোটি টাকা লুঠ
গাজিয়াবাদ: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মোদী নগর শাখায় ভয়াবহ ডাকাতি। দেওয়ালে দু ফুট গভীর গর্ত খুঁড়ে সেখান দিয়ে স্ট্রং রুমে ঢুকে, তিরিশটি লকার ভেঙে আনুমানিক কোটি টাকা লুঠ করে পালাল ডাকাত দল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সোমবার সকালে ব্যাঙ্কের এক আধিকারিক ডাকাতি হয়েছে বুঝতে পারেন।
সোমবার সকালে মোদী নগরে কাপড়া মিল এলাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই শাখায় স্ট্রং রুম থেকে আচমকা সূর্যের আলো ঢুকতে দেখেন ব্যাঙ্কের এক আধিকারিক। সেখানে গিয়ে তিনি দেখেন ব্যাঙ্কের দেওয়ালে দু ফুট গভীর একটি গর্ত খোঁড়া রয়েছে। রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই সুযোগেই এই কাণ্ড ঘটিয়েছে ডাকাত দলটি। স্ট্রং রুমে ঢুকে ওই আধিকারিক ঘরের তিরিশটি লকার ভাঙা অবস্থায় উদ্ধার করেন। আনুমানিক কোটি টাকা মূল্যের জিনিষ লুঠ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কী লুঠ হয়েছে পরে খতিয়ে দেখবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে পুলিশের তদন্তকারী কুকুর এবং ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহকদের জিনিষ লুঠ হয়েছে, তাঁদের সবাইকে খবর দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ, কথা বলা হচ্ছে ব্যাঙ্কের সমস্ত কর্মীদের সঙ্গেও। পুলিশের তরফে জানা গিয়েছে যেখানে ব্যাঙ্কের স্ট্রং রুম রয়েছে তার ঠিক পিছনে একটি ফাঁকা অফিস ঘর রয়েছে। সেখানেই ৯ ইঞ্চি গভীর দেওয়ালে, উল্টোদিকে যেখানে লকার ঠিক শেষ হচ্ছে, তার ঠিক ওপরে দু ফুট গভীর গর্ত খোঁড়ে ডাকাত দলটি। সেখান দিয়েই ব্যাঙ্কে ঢোকে তারা। ঘরের ভিতর সিকিউরিটি অ্যালার্মও ছিল, যেটা কোনও কারণে সেদিন কাজ করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement