Fake Passport: ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি হয়েছে আসল পাসপোর্ট!
ABP Ananda Live: ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি হয়েছে আসল পাসপোর্ট! কলকাতা পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। 'উদ্ধার হওয়া পাসপোর্টের নথির কোনও অস্তিত্ব নেই', কলকাতা পুলিশকে জানিয়েছে একাধিক পুরসভা ও পঞ্চায়েত: সূত্র। উদ্ধার হওয়া পাসপোর্টের নথি যাচাইয়ে একাধিক পুরসভা, পঞ্চায়েতের কাছে তথ্য চায় পুলিশ। তথ্য চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছেও। কিন্তু পাসপোর্টের জন্য পেশ করা কোনও নথিরই অস্তিত্ব মেলেনি: সূত্র। কীভাবে হল পুলিশ ভেরিফিকেশন? কেন দেওয়া হল ছাড়পত্র? উঠছে প্রশ্ন
আরও খবর, জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন, ২ জানুয়ারির পর যে কোনও দিন দেখা করবেন, উল্লেখ চিঠিতে। অর্জুন সিংহ বাড়িতে আছেন কিনা দেখতে আজ মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজসের অভিযোগ করায় অর্জুন সিংহর বিরুদ্ধে FIR করে তৃণমূল কংগ্রেস। ব্য়ারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। আজ অর্জুন সিংহকে থানায় তলব করে পুলিশ