(Source: ECI/ABP News/ABP Majha)
নগদ নেই, বিয়েতে বরপক্ষকে স্রেফ চা খাওয়াল পাত্রীর পরিবার
গ্রেটার নয়ডা: নোট বাতিলের পরে বাজারে নগদের জোগান কম। এমতাবস্থায় এক গরিব পরিবার মেয়ের বিয়েতে পাত্রপক্ষকে শুধুমাত্র চা-পান করিয়ে ছেড়ে দিলেন! এখানেই শেষ নয়। নবদম্পতিকে আশীর্বাদ হিসেবে দিলেন সাকুল্যে ১১ টাকা!
বেনজির এই ঘটনার সাক্ষী থাকল গ্রেটার নয়ডার মানুষ। সংবাদসংস্থা সূত্রে খবর, নট্টোকি মদিয়া গ্রামের বাসিন্দা মহাবীর সিংহ এবং তাঁর স্ত্রী জ্ঞানোর কন্যা সঞ্জুর বিয়ে ছিল রবিবার রাতে। মহাবীর ও জ্ঞানো দুজনই শারীরিক প্রতিবন্ধী।
ঘটনায় প্রকাশ, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর মেয়ের বিয়ে নিয়ে ভীষণই চিন্তিত ছিলেন মহাবীর। কারণ, তাঁদের হাতে কোনও নগদ ছিল না। এই পরিস্থিতিতে, যোগ্য জামাইয়ের উদাহরণ সৃষ্টি করেন যোগেশ।
আলিগড়ের সাফেদপুরার বাসিন্দা পেশায় চালক যোগেশ পাত্রীর বাবা-মাতে অভয় দিয়ে জানিয়ে দেন, একেবারে ছিমছাম অনুষ্ঠান করতে। তিনি আরও জানান, বরযাত্রী হিসেবেও হাতেগোনা লোক হবে।
আলোচনা অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের স্রেফ চা দেওয়া হয়। বর ও কনে মালাবদল করেই বিয়ে সারেন। আশীর্বাদ হিসেবে নবদম্পতি নেন ১১ টাকা! এদিকে, নিজেদের উদ্যোগে গ্রামের স্থানীয় যুবকরা সঙ্গীতের ব্যবস্থা করে।