এক্সপ্লোর
কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকা: মাদ্রাজ আইআইটি-তে বিফ ফেস্টিভ্যাল, আক্রান্ত পিএইচডি পড়ুয়া
নয়াদিল্লি: কেন্দ্রের গবাদি পশু কেনাবেচার ওপর সাম্প্রতিক বিধিনিষেধের প্রতিবাদে মাদ্রাজ আইআইটির একদল পড়ুয়া বিফ ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন। রবিবার রাতে অনুষ্ঠিত ওই গোমাংস উত্সবে ৫০ জনের বেশি পড়ুয়া যোগ দেন। ক্যাম্পাসে ওই অনুষ্ঠানের জেরে আর সুরজ নামে এক পিএইচি ছাত্রকে একদল পড়ুয়ার হাতে মার খেতে হয়েছে বলে অভিযোগ। অম্বেডকর পেরিয়ার স্টাডি সার্কল নামে পাঠচক্রের ওই সদস্যের ডান চোখে মারাত্মক আঘাত লেগেছে। বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। এ ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা রয়েছে আইআইটি চত্বরে। প্রকাশ্যে পশুবাজারে কসাইখানায় হত্যার জন্য গবাদি পশু কেনাবেচা চলবে না বলে নয়া নির্দেশিকায় জানায় কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক। এর বিরোধিতায় সরব নানা মহল। সরকারি সিদ্ধান্তে ঘুরিয়ে গোমাংস খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। এর বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে সহমর্মিতা জানিয়েই আইআইটি ক্যাম্পাসে গোমাংস ভক্ষণের উত্সব হয়। তার আগে গত ২৭ মে কেরলের তিরুঅনন্তপুরমে বিশ্ববিদ্যালয় কলেজের বাইরেও গোমাংস খেয়ে কেন্দ্রের নির্দেশের প্রতিবাদ জানায় এসএফআই কর্মীরা। কেরলের অন্যত্রও একই ধাঁচে প্রতিবাদ হয়। কয়েকদিন আগে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু বদল সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন পশুদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ সুনিশ্চিত করার লক্ষ্যে নতুন নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি বলেন, এই নিয়মের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। শুধুমাত্র পশুবাজার ও সেখানে গবাদি পশুর বিক্রি নিয়ন্ত্রণে রাখা, সেখানে বিক্রির জন্য নিয়ে আসা পশুর মঙ্গল নিশ্চিত করা। নতুন নিয়মে একটি মনিটরিং কমিটি, পশু বাজার কমিটিরও ভূমিকা থাকবে। নিশ্চিত করতে হবে যে, কসাইখানায় পাঠানোর জন্য কোনও গবাদি পশু কেনাবেচা হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















