এক্সপ্লোর
Advertisement
দায়িত্ব পালন করছিলেন, আইপিএস কন্যা প্রকাশ্যে চাকরি থেকে বরখাস্তের হুমকি দিলেন কন্সটেবলকে, ধরা পড়ল ক্যামেরায়
চেন্নাই: এক পুলিশ কন্সটেবল নিজের দায়িত্ব পালন করছিলেন। সমস্ত গাড়ি যেগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, তার রুটিন চেক চলছিল। কিন্তু নিজের দায়িত্ব পালনের জন্যে এবার তাঁকে চাকরি থেকে বরখাস্তের হুমকি দিলেন এক তরুণী। তাঁর পরিচয় তিনি একজন আইপিএস আধিকারিকের মেয়ে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। প্রকাশ্যে এক কর্তব্যরত পুলিশকর্মীকে এভাবে হুমকি দেওয়ার পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়।
সূত্রের খবর, মেয়েটি তাঁর তিন বন্ধুকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু তাঁরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, সেটা খতিয়ে দেখতেই গাড়ি থামায় ওই কন্সটেবল। কিন্তু গাড়ি থামানোয় মাথা গরম হয়ে যায় আইপিএস-কন্যার। মেয়েটি বলতে থাকেন, তিনি তাঁর বাবাকে ফোন করে ওই কন্সটেবলকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন।
তরুণীর সঙ্গে কথোপকথনের পুরো ভিডিওটি রেকর্ড করেন কন্সটেব্ল। সেখানেই দেখা যায় মেয়েটি কন্সটেবলকে একাধিক প্রশ্ন করছেন। সেই সময় ওই কর্তব্যরত পুলিশকর্মীর নাম পর্যন্ত জেনে নেন ওই তরুণী। পরে মেয়েটি পুলিশ কমিশনারের কাছে ওই কন্সটেবলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement