এক্সপ্লোর
Advertisement
বেআইনি লেনদেন, সিবিআইয়ের জালে দুই ব্যবসায়ী ও এক ব্যাঙ্ক আধিকারিক
নয়াদিল্লি: বেআইনি লেনদেন-এর অভিযোগে সিবিআই জালে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক সহ বেঙ্গালুরুর দুই ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে আরবিআইয়ের নির্দিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাসাভানাগুদি শাখার সিনিয়র ম্যানেজার এস লক্ষ্ণীনায়ারণ এবং বেঙ্গালুরুর সংস্থা ওমকর পরিমল মন্দিরের দুই ডিরেক্টরের বাড়িতে গতকাল তল্লাশি চালায় সিবিআইয়ের একটি দল। আজ সকালে তাঁদের সিবিআই দফতরে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে পুলিশ।
তিন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাঙ্কের ভাউচার, সম্পত্তি সংক্রান্ত বহু নথি, ব্যাঙ্কের ডিম্যান্ড ড্রাফ্ট, হার্ড ডিস্ক এবং প্রায় পাঁচ লক্ষ ৯১, ৫০০ টাকা পুরনো ৫০০ ও হাজারের নোটে নগদ উদ্ধার করে সিবিআই।
সিবিআইয়ের অভিযোগ, গত ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অভিযুক্ত ম্যানেজার ৫০ হাজারের থেকে কম মূল্যের ১৪৯টি ডিম্যান্ড ড্রাফ্ট ইস্যু করেন, পুণের এক সংস্থার নামে। ডিম্যান্ড ড্রাফ্টগুলো মোট ৭১ লক্ষ টাকার ইস্যু করা হয়। এবং সিবিআইয়ের অভিযোগ পুরো কাজটিই করা হয় আরবিআইয়ের নির্দেশিকা লঙ্ঘন করে। এরপর ওই ডিম্যান্ড ড্রাফ্টগুলো বাতিল করে ওই দুই অভিযুক্ত ব্যবসায়ী বৈধ বিলে পরিবর্তন করে সেগুলোকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement