পিএনবি প্রতারণা: কাণ্ডের 'মাস্টারমাইন্ড' গীতাঞ্জলী গ্রুপের ভাইস প্রেসিডেন্ট বিপুল চিতালিয়াকে গ্রেফতার করল সিবিআই
মুম্বই: পিএনবি প্রতারণা মামলায় এবার মেহুল চোকসির মালিকানাধীন গীতাঞ্জলি গ্রুপ অফ কোম্পানিজের ভাইস প্রেসিডেন্ট বিপুল চিতালিয়াকে গ্রেফতার করল সিবিআই।
এদিন ভারতে ফিরতেই মুম্বই বিমানবন্দরে আটক করা হয় বিপুলকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। এরপর এদিনই তাঁকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে, বিচারক বিপুলকে আগামী ১৭ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
এই কাণ্ডের মূল ২ অভিযুক্ত নীরব মোদী ও মেহুল চোকসির মতো জানুয়ারির প্রথম সপ্তাহেই ভারত ছেড়ে দুবাই চলে গিয়েছিলেন বিপুল। তাঁর নামে লুকআউট নোটিস জারি থাকায় বিমানবন্দরেই আটক করা হয় বিপুলকে।
তদন্তকারীদের দাবি, জালি এলওইউ এবং তার আবেদনপত্র তৈরি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল এই বিপুলের। এছাড়া, গীতাঞ্জলী গ্রুপের অথোরাইজড সিগনেটরি ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, এই গোটা এলওইউ প্রক্রিয়া হাসিল করার বিষয়ে 'মাস্টারমাইন্ড' ছিলেন এই বিপুল চিতালিয়া।