পিএনবি প্রতারণা: নীরব মোদীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের সিবিআইয়ের
নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দেওয়া ঋণের সুবিধাকে হাতিয়ার করে ৩২১ কোটি টাকা প্রতারণার অভিযোগে নীবর মোদীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করল সিবিআই।
এফআইআরে নাম রয়েছে নীরব মোদী, ফায়ারস্টার ডায়মন্ডসের প্রেসিডেন্ট (ফিনান্স) বিপুল অম্বানি, চিফ ফিনান্স অফিসার রবি গুপ্তা সহ সংস্থার অন্যান্য ডিরেক্টর ও আধিকারিকদের। একইসঙ্গে নাম রয়েছে পিএনবি-র কিছু অজ্ঞাতপরিচয় কর্মকর্তাদের। প্রসঙ্গত, এই নিয়ে নীরব মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।
গত ৪ মার্চ, ব্যাঙ্কের একটি অভিযোগের প্রেক্ষিতে এই নতুন এফআইআর দায়ের করা হয়। সেখানে পিএনবি দাবি করে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে মুম্বইয়ের ব্র্যাডি রোড শাখা নীরব মোদীকে ক্রেডিট সুবিধা দেয়। তাদের অভিযোগ, যে কারণ দেখিয়ে ওই ঋণ নেওয়া হয়, তা সেই কাজে ব্যবহার করা হয়নি।
ব্যাঙ্কের অভিযোগ, অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, নীরব মোদীর মালিকানাধীন বিভিন্ন সংস্থার মধ্যে একই অর্থ ‘হাতবদল’ হয়েছে। এর ফলে, ব্যাঙ্কের ৩২১ কোটি টাকা লোকসান হয়েছে। এর আগে, জাল এলওইউ ও এলসি-র মাধ্যমে ৬,২০০ কোটি টাকা ক্ষতির করার অভিযোগে নীরব মোদীর বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের করে সিবিআই। সেখানে বলা হয়, মামা মেহুল চোকসির সঙ্গে যোগসাজসে মোট ১২,৩০০ কোটি টাকার প্রতারণা করেছেন মোদী।