এক্সপ্লোর
Advertisement
আতস কাঁচ ছাড়া দেখতে পায় না চোখে, সিবিএসই-তে ৯৬.৬% নম্বর পেল তামিল ছাত্রী
নয়াদিল্লি: পড়ার সময় হাতে নিয়ে বসে ম্যাগনিফাইং গ্লাস। তা ছাড়া অক্ষর পড়তে পারে না সে। দৃষ্টিশক্তির এ রকম দুর্বলতা নিয়েও সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৬.৬ শতাংশ নম্বর পেয়েছে ধারসানা এম ভি নামে এক ছাত্রী।
ভিন্নভাবে সক্ষম বা ডিফারেন্টলি এবলড বিভাগে তৃতীয় হয়েছে সে।
ধারসানা তামিলনাড়ুর কৃষ্ণাগিরির মেয়ে। পড়ত স্থানীয় নালন্দা ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে। বাণিজ্য বিভাগের এই ছাত্রী ৫০০-র মধ্যে ৪৮৩ পেয়েছে। মাইক্রোকর্নিয়ার জেরে ডান চোখে প্রায় কিছুই দেখতে পায় না ধারসানা। বাঁ চোখের দৃষ্টিও আংশিক। ম্যাগনিফাইং গ্লাস ছাড়া ছোট লেখা কিছু পড়তে পারে না সে।
ধারসানা বলেছে, সব কিছুতেই সে ১০০ শতাংশ দিতে চায়, সেভাবেই প্রস্তুতি নিয়েছিল সিবিএসই-র জন্য। সঙ্গে পেয়েছিল বাবা মা ও শিক্ষকদের সাহায্য। তাঁরা সব সময় তাকে উৎসাহ দিয়েছেন। এখন চেন্নাই গিয়ে বিকম পড়তে চায় ধারসানা, বড় হয়ে শিল্পপতি হতে চায়। পাশাপাশি গানও গাইতে চায়, পড়াশোনার সঙ্গে কর্নাটকি সঙ্গীতও শেখে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement