এক্সপ্লোর
Advertisement
অঙ্কিতহত্যা: খুনের ঠিক আগে রাস্তায় দাঁড়িয়ে দিল্লির তরুণ কী করছিলেন দেখুন সিসিটিভিতে
নয়াদিল্লি: দিল্লিতে প্রকাশ্য রাস্তায় অঙ্কিত সাক্সেনাকে কুপিয়ে খুনের ঘটনায় গোটা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিমধর্মে প্রেম করার অপরাধে অঙ্কিতকে খুন করা হয়েছে। প্রেমিকার পরিবারের সদস্যরাই প্রকাশ্যে অঙ্কিতকে নৃশংসভাবে খুন করেছে। তবে এই ঘটনার ঠিক আগের মুহূর্তে অঙ্কিত কী করছিলেন, ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভিতে দেখা যাচ্ছে পশ্চিম দিল্লির খায়্যালায় কালো লেদার জ্যাকেট পরে কারও সঙ্গে ফোনে কথা বলছেন অঙ্কিত। রাত ৮টা নাগাদ, দিনটা পয়লা ফেব্রুয়ারি। এরপরই ওই একই সিসিটিভিতে ধরা পড়েছে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ এবং একদল লোক দেখা যাচ্ছে যারা রক্তাক্ত অঙ্কিতকে ঘিরে রয়েছে। প্রসঙ্গত, যে জায়গায় দাঁড়িয়ে অঙ্কিত কথা বলছিলেন, সেখান থেকেই সামান্য কিছু দূরে তাঁকে খুন করা হয়েছে। অঙ্কিতকে খুন করেছে তাঁরই প্রেমিকার মা, বাবা, কাকা এবং ছোট ভাই। চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। গত তিন বছর ধরে ভিনধর্মের এক তরুণীর সঙ্গে প্রেম করতেন অঙ্কিত। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক কিছুতেই মেনে নেয়নি। মেয়েকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও অঙ্কিতের সঙ্গে দেখা করতেন ওই তরুণী। সেদিন সন্ধেবেলাও দুজনের দেখা করার কথা ছিল। কিন্তু তার কিছুক্ষণ আগেই তরুণীর পরিবার অঙ্কিতকে খুন করে দেয়। ঘটনার পর থেকেই ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত। কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।#WATCH CCTV footage of Ankit, who was stabbed to death in Delhi's Khyala on February 1; Three accused, including a juvenile, have been sent to judicial custody in connection with the incident pic.twitter.com/9E3IsvzH50
— ANI (@ANI) February 5, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement