Tiger Fear: এখনও বাগে আসেনি বাঘিনী, তার মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে হাতির দল
Bankura News: বনকর্মীদের চরকিপাক খাওয়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ায়। বনদফতরের দাবি, রানিবাঁধের গোপালপুর সংলগ্ন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারকে চিহ্নিত করে করা হয়েছে ঘুমপাড়ানি গুলি। তবে সেটা বাঘিনীর গায়ে লেগেছে কিনা, সেব্যাপারে নিশ্চিত নন বনকর্মীরা। এদিকে রয়্যাল আতঙ্কের মধ্যেই বাঁকুড়া বড়জোড়ায় হানা দিয়েছে হাতির দল।
পাসপোর্ট জালিয়াতির কিংপিন কি গ্রেফতার? পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত গ্রেফতার।বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার! । মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ' । মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট-কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস । উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দারা। ফেক পাসপোর্ট ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর।