এক্সপ্লোর
Advertisement
পদ্ধতি মানা হয়নি! দিল্লি সরকারের ১৪টি বিল ফেরত্ পাঠাল কেন্দ্র
নয়াদিল্লি: দিল্লির আমআদমি পার্টি (আপ) সরকারের আনা ১৪টি বিল সঠিক পদ্ধতি না মানার কারণ দেখিয়ে ফেরত পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিলগুলি দিল্লি বিধানসভায় পাশ হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক পদস্থ কর্তা জানান, দিল্লি যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, তাই নিয়ম হল, বিধানসভায় কোনও বিল আনতে হলে আগে কেন্দ্রের অনুমোদন নিতে হয়। কেন্দ্র অনুমতি দিলেই সেই বিল পাস করানোর জন্য পেশ করা যায়। বিধানসভায় বিল গৃহীত হওয়ার পর সেটি যাবে লেফটেন্যান্ট গভর্নরের কাছে। তারপর ফের সেটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে হবে কেন্দ্রের কাছে। কিন্তু ১৪টি বিলের একটির ক্ষেত্রেও এই পদ্ধতি পালিত হয়নি। কেন্দ্রের আগাম অনুমোদন ছাড়াই বিধানসভায় সেগুলি পাস করানো হয়েছে। তাই পদ্ধতিগত ভুলের জন্য বিলগুলি দিল্লি সরকারকে ফেরত্ পাঠানো হয়েছে, যাতে সঠিক প্রক্রিয়া পালিত হয়।
প্রসঙ্গত, অরবিন্দ কেজরীবালের দিল্লি সরকার সম্প্রতি একটি আইন তৈরি করে যাতে সংসদীয় সচিব পদে নিযুক্ত ২১ জন আমআদমি পার্টি (আপ) বিধায়ককে লাভজনক পদে থাকার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যায়, তাঁদের বিধায়ক পদ খারিজ হওয়া ঠেকানো যায়। কিন্তু রাষ্ট্রপতি সেই আইনে সিলমোহর দিতে রাজি হননি। এর কিছুদিন বাদেই ১৪টি বিল ফেরত্ পাঠাল কেন্দ্র।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, নানা ইস্যুতেই দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে কেজরীবাল সরকারের। এবার এই বিলগুলিকে কেন্দ্রে করে তা নতুন মাত্রা পেতে চলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement