এক্সপ্লোর
Advertisement
জয় হল রাজনীতির, কেন্দ্রের ‘ওয়াটার ট্রেন’ ফেরত পাঠাল অখিলেশ সরকার
বুন্দেলখণ্ড: বেঁচে থাকুক রাজনীতি। খরায় পুড়তে থাকা বুন্দেলখণ্ডের জন্য কেন্দ্রের পাঠানো জল ভর্তি ট্রেন ফিরিয়ে দিল উত্তরপ্রদেশের অখিলেশ সরকার। তাদের দাবি, বুন্দেলখণ্ডের খরা পরিস্থিতি মহারাষ্ট্রের লাতুরের মত নয়, জল তাদের যথেষ্ট আছে, কারও সাহায্য দরকার নেই। ফলে ১০ ওয়াগন ট্রেনটি চলে গেছে ঝাঁসিতে, সেখানে তার সঙ্গে যুক্ত করা হবে আরও ১০টি ওয়াগন। তারপর তার যাওয়ার কথা মাহোবা এলাকায়। ট্রেনে জল ভরার ব্যবস্থা করবে ঝাঁসি ও মাহোবা প্রশাসন। যেখানে জলের প্রয়োজন হবে, সেখানেই দ্রুত পৌঁছে যাওয়ার জন্য ২০ ওয়াগনের ট্রেনটি তৈরি রাখা হবে।
টুইটারে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আবার ঝাঁসির জেলা কর্তাদের নির্দেশ দিয়েছেন, পরখ করে দেখতে ওই ‘ওয়াটার ট্রেনে’ সত্যি সত্যি জল আছে কিনা। পাশাপাশি, কেন্দ্রকেও তাঁর টুইট, বুন্দেলখণ্ডে সহজে জল পৌঁছে দেওয়ার জন্য ১০,০০০ রোড ট্যাঙ্কারের ব্যবস্থা করতে। কিন্তু বুন্দেলখণ্ডের মানুষ জলের জন্য হাহাকার করলেও কেন তাঁদের কাছে পৌছে দেওয়া গেল না কেন্দ্রের ‘ওয়াটার ট্রেন’? জবাবে ইউপি প্রশাসনের দাবি, বুন্দেলখণ্ডের প্রতিটি গ্রামে অন্তত একটা করে হ্যান্ডপাম্প রয়েছে, টিউবওয়েল থেকেও তোলা যাচ্ছে জল। যেখানে জলের এত ছড়াছড়ি, সেখানে খামোখা কেন্দ্রের সাহায্য লাগবে কেন? সমাজবাদী পার্টি আবার অভিযোগ করেছে, স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত রয়েছে এই ‘ওয়াটার ট্রেনে’-র পিছনে। অখিলেশ সরকার এত কষ্ট করে বুন্দেলখণ্ডে ত্রাণ পৌঁছে দিচ্ছে, তাদের কাছ থেকে সেই কৃতিত্ব কেড়ে নিতেই কেন্দ্রকে দিয়ে জল ভর্তি ট্রেন পাঠিয়েছে তারা। এসপি-র বক্তব্য, কেন্দ্র বরং ফাঁকা রোড ট্যাঙ্কার পাঠাক, তারা তাতে জল ভর্তি করে বুন্দেলখণ্ডে পাঠাবে। কিন্তু কেন্দ্র অকারণে ‘ওয়াটার ট্রেন’ পাঠিয়ে সাহায্যের নাটক করছে বলে তাদের অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement