এক্সপ্লোর
চাবাহার বন্দর চালু মাসখানেকের মধ্যেই, পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানের ভিতর দিয়ে ইউরোপ, মধ্য এশিয়ার বাজার ধরবে ভারত

নাগপুর: ভারতের কাছে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলা ইরানের চাবাহার বন্দর মাসখানেকের মধ্যেই খুলছে বলে সোমবার জানালেন এ দেশে নিযুক্ত আফগানিস্তানের কনসাল জেনারেল মহম্মদ আমন আমিন। বন্দরটি চালু হলে পাকিস্তানের অভ্যন্তরের রাস্তা এড়িয়ে ইউরোপ ও মধ্য এশিয়ার বাজারে পৌঁছতে পারবে ভারত। এতে ব্যবসা, লেনদেন চালানোর সময়, অর্থ দুই-ই অনেকটা বাঁচবে। সেই উদ্দেশ্য মাথায় রেখেই আফগানিস্তানের ভিতর দিয়ে পরিবহণ তথা বাণিজ্য করিডর তৈরি করতে ওই বন্দর গড়ে তোলা হচ্ছে। ২০১৬ সালে ইরান, আফগানিস্তানের সঙ্গে এই বন্দর নির্মাণে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ভারত। আমিন বলেন, এক মাসের মধ্যে ওই বন্দর খুলে গেলে ভারত, আফগানিস্তানের মধ্যে বাণিজ্য লেনদেনও চাঙ্গা হবে। এখানে ন্যাশনাল অ্যাকাডেমি অব ডায়রেক্ট ট্যাক্সেস- (এনএডিটি)-এ ১০ দিনের প্রশিক্ষণে এসেছেন আফগানিস্তানের রাজস্ব শাখার অফিসাররা। কাবুলের ভারতীয় দূতাবাস ও এনএডিটি সৌজন্যমূলক ব্যবস্থা হিসাবে এই প্রথম এ ধরনের কর্মশালার আয়োজন করেছে। তার ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন আমিন। বলেন, ভারত ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আছে। আফগানিস্তানের সঙ্কটে সব সময় তার পাশে থেকেছে ভারত। গত দু বছরে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। দিল্লি-আফগানিস্তান রুটের মতো শীঘ্রই মুম্বই-কাবুল রুটেও বিমান চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















