এক্সপ্লোর
Advertisement
চণ্ডীগড় গণধর্ষণ: ৩ পুরুষ ভেতরে আছে দেখেও সেই অটোয় ওঠা ঠিক হয়নি ধর্ষিতার, সাংসদ কিরণ খেরের মন্তব্য
চণ্ডীগড়: ১৭ তারিখ চণ্ডীগড়ে অটো চালক ও তার দুই সঙ্গীর হাতে ধর্ষিত হওয়া ২১ বছরের তরুণীর আরও সাবধান হওয়া উচিত ছিল। বললেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কিরণ খের। অটোয় ৩ জন পুরুষ রয়েছে দেখেও ওই তরুণী তাতে উঠে ঠিক করেননি বলে মন্তব্য করেছেন তিনি।
১৭ তারিখ রাতে অভিযোগকারিণী চণ্ডীগড়ের সেক্টর ৩৭-এ স্টেনোগ্রাফি ক্লাসের পর মোহালিতে বাড়ি ফিরছিলেন। সেটাই ছিল তাঁর করা প্রথম ক্লাস। চণ্ডীগড়ে গণ পরিবহণের অবস্থা বিশেষ ভাল নয়, রাতের দিকে বাস প্রায় থাকেই না। সেক্টর ৩৭ থেকে মোহালি যাওয়ার বাস পরিষেবাও নেই। তাই বাধ্য হয়ে অটো ধরেন তিনি। কিন্তু মোহালিতে তিনি যেখানে পেয়িং গেস্ট হিসেবে থাকেন, সেখানে নিয়ে যাওয়ার বদলে অটো চালক মহম্মদ ইরফান তার ২ সঙ্গীর সঙ্গে তাঁকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। স্থানীয় মানুষ তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
এ নিয়ে চণ্ডীগড়ের সাংসদ কিরণ খের বলেছেন, ওই তরুণীর বোঝার ভুলও এই ঘটনার জন্য কিছুটা দায়ী। সব মেয়েকেই তিনি বলতে চান, যখন কোনও অটোয় ৩ জন পুরুষ বসে আছে বলে তুমি দেখতে পাচ্ছ, তখন তোমার তাতে ওঠা উচিত নয়। মেয়েদের নিরাপত্তার জন্য এ কথা বলছেন তিনি।
কিরণের কথায়, মানুষের উচিত, এ ধরনের অপরাধ কমাতে নিজের ছেলেকে যথাযথ শিক্ষা দেওয়া। পরিবারে বাবা যদি মাকে সম্মান না করেন, তার প্রভাব সন্তানের ওপরেও পড়বে। কিন্তু মেয়েদেরও একই সঙ্গে আরও সাবধান ও সচেতন হওয়া উচিত। তিনি নিজে যখন মুম্বইতে ট্যাক্সিতে যাতায়াত করতেন, তখন কাউকে না কাউকে ট্যাক্সির নম্বর জানিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement