এক্সপ্লোর
Advertisement
বর্ণিকার পিছু ধাওয়ার ঘটনায় রাস্তার নয়টির মধ্যে ছয়টির সিসিটিভি ফুটেজই গায়েব
চণ্ডীগড়: হরিয়ানার চণ্ডীগড়ে তরুণী বর্ণিকা কুণ্ডুর পিছু ধাওয়া করার ঘটনায় নয়া মোড়। যে রাস্তায় ডিজে বর্ণিকার গাড়ির পিছনে নিজের গাড়ি নিয়ে তাড়া করেছিল রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে ও তার সঙ্গী, সেই রাস্তায় বসানো নটি সিসিটিভি ক্যামেরার মধ্যে ছয়টির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। বিশেষ সূত্রে এমনটাই জানা গেছে। পুলিশের তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুটেজগুলি। এখন সেগুলি গায়েব হয়ে যাওয়ায় পুলিশের তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
বর্ণিকার পিছু ধাওয়া করার ঘটনায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ঘটেছে। ফেসবুক পোস্টে বর্ণিকা তাঁকে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত বিজেপি সভাপতি বারালার ছেলে বিকাশ বারালা ও তার বন্ধুর বিরুদ্ধে অপহরণের চেষ্টার অভিযোগটাই নেই পুলিশের এফআইআরে। বিকাশ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে কয়েকটি লঘু ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। সেজন্য থানা থেকেই তারা জামিন পেয়ে যায়।পুলিশ লকআপেও তাদের ঢুকতে হয়নি বলে জানা গেছে।
এরওপর সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যাওয়ার খবর এই ঘটনায় নয়া মাত্রা জুড়েছে।
আরও আশ্চর্যের কথা, ঘটনার দুদিন পরও পুলিশ এখনও তিনটি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখেনি।
সিসিটিভি ফুটেজ দেখে যদি বর্ণিকার অপহরণের চেষ্টার অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে ফাঁপরে পড়তে পারে বিকাশ ও তার বন্ধু। তাদের বিরুদ্ধে অপহরণের চেষ্টার ধারা দায়ের করা হবে।
এর আগে তাদের পিছু ধাওয়া (৩৫৪ ডি) এবং মোটর ভেহিকেলস আইনের ১৫৪ ধারা অনুযায়ী মত্ত অবস্থায় গাড়ি চালানোর ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ অবস্থায় ফুটেজ গায়েবের ঘটনায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ আরও শক্তিশালী হচ্ছে। যদিও রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে পুলিশের ওপর কোনও চাপ তৈরি করা হয়নি। পুলিশ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement