এক্সপ্লোর
Advertisement
সময় মতো এগোচ্ছে ‘চন্দ্রযান-২’ অভিযানের কাজ: ইসরো
শ্রীহরিকোটা: সময় মতোই এগোচ্ছে ‘চন্দ্রযান-২’ প্রকল্প। এমনটাই জানিয়ে দিল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার দাবি, এই অভিযানের বিভিন্ন ফ্লাইট মডেলের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
দেশের দ্বিতীয় চন্দ্র অভিযান হতে চলেছে চন্দ্রযান-২। এই অভিযানে চাঁদের পৃষ্ঠে রোভার পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। এদিন ইসরো চেয়ারম্যান এ এস কিরণ কুমার বলেন, প্রকল্পের কাজ সময়ের অনুপাতে এগোচ্ছে। এখন দেখার তা পূর্বঘোষণা অনুযায়ী মার্চ মাসে শেষ করা যায় কি না।
তিনি জানান, চন্দ্রযান-২ অভিযানের জন্য যে ফ্লাইট মডেল তৈরি করা হয়েছে, তার বিভিন্ন প্রকারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। চন্দ্রযান-২ এর মধ্যে থাকবে একটি অর্বিটার (প্রদক্ষিণযান), ল্যান্ডার এবং ৬-চাকা বিশিষ্ট রোভার (চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে মাটিতে ঘুরবে এমন যান)। ওই রোভার সেখান থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে। ঠিক যেমন করে নাসার অপরচুনিটি যান।
তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে অবস্থিত ইসরোর লিকুইড প্রোপালসন সিস্টেম সেন্টারের অধিকর্তা এস সোমনাথ জানান, অভিযানের বিভিন্ন পরীক্ষা চলছে সেখানেও। তিনি বলেন, আমরা এমন একটা যান তৈরি করছি, যা চাঁদের বুকে সফট ল্যান্ডিং করতে পারবে। আপাতত নিয়ন্ত্রিত পরিবেশে তার পরীক্ষা চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement