এক্সপ্লোর
Advertisement
অযোধ্যায় বাবরি ধ্বংস মামলায় আজ চার্জ গঠন আডবাণী, জোশী, উমা ভারতীর বিরুদ্ধে
লখনউ: অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী ও উমা ভারতীর বিরুদ্ধে চার্জ গঠন হবে। একইসঙ্গে চার্জ গঠন হবে সাধ্বী ঋতম্ভরা ও বিনয় কাটিয়ারের বিরুদ্ধে। আজ সিবিআইয়ের বিশেষ আদালতের সামনে হাজিরা দেবেন তাঁরা।
তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের অতিথিশালায় এসে আডবাণীর সঙ্গে দেখা করেছেন।
গত বছর ১৯ এপ্রিল সিবিআইয়ের আপিলের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই মামলায় তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চালাতে নির্দেশ দেয়।
উমা ভারতী অবশ্য বলেছেন, বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কোনও ষড়যন্ত্র ছিল না। ষড়যন্ত্র তখনই হয়, যখন মানুষ মুখে কিছু বলে, ভেতরে অন্য কিছু থাকে। কিন্তু তাঁরা মুখে যা বলেছিলেন, সেটাই করেছিলেন, সব কিছু সামনাসামনি হয়েছিল। রাম মন্দির আন্দোলনে যোগ দেওয়ার জন্য বরাবর গৌরব বোধ করেছেন তিনি।
উমা এখন নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী। চার্জশিট পাওয়ার পর তিনি ইস্তফা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
২৫ বছর ধরে চলতে থাকা এই মামলায় সিবিআই দাবি করেছে, তাদের কাছে পাকা প্রমাণ আছে, যে অভিযুক্তরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। অভিযোগ রয়েছে মোট ২১জনের বিরুদ্ধে। তবে এঁদের মধ্যে ৮জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, তাই আপাতত ১৩জনের বিরুদ্ধে মামলা চালাচ্ছে সিবিআই। ১৯৯২-এর এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা কল্যাণ সিংহও অন্যতম অভিযুক্ত। কিন্তু তিনি এখন রাজস্থানের রাজ্যপাল তাই সংবিধানিক রক্ষাকবচ থাকায় তাঁর বিরুদ্ধে আপাতত মামলা চলছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement