এক্সপ্লোর
দিদিমণি বকাবকি করেছেন, তামিলনাড়ুর ৪ ছাত্রীর কুয়োয় ঝাঁপ
![দিদিমণি বকাবকি করেছেন, তামিলনাড়ুর ৪ ছাত্রীর কুয়োয় ঝাঁপ Chennai: 4 girls end lives by jumping into well after ‘teacher scolds them’ দিদিমণি বকাবকি করেছেন, তামিলনাড়ুর ৪ ছাত্রীর কুয়োয় ঝাঁপ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/25052705/well-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: টেস্ট পরীক্ষায় ভাল ফল হয়নি। দিদিমণি বকেছেন, বলেছেন, বাবা মাকে ডেকে আনতে। ব্যস, স্রেফ এই কারণে তামিলনাড়ুর ভেলোর জেলার রামাপুরমের ৪ কিশোরী ৮০ ফুট গভীর কুয়োয় ঝাঁপ দিল। ৩ ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে, চলছে আর একটি দেহের তল্লাশি।
৪ ছাত্রীই পড়ত পানাপাক্কম এলাকার সরকারি উচ্চমাধ্যমিক স্তরের বালিকা বিদ্যালয়ে। ১৬ বছরের মেয়েগুলির মধ্যে ভীষণ বন্ধুত্ব ছিল। কিন্তু টেস্টের ফল ভাল না হওয়ায় শিক্ষিকা বকুনি দেন। বলেন, অভিভাবকদের ডেকে আনতে, তাঁদের সঙ্গে মেয়েদের পড়াশোনা নিয়ে আলোচনা করা হবে। দুপুরের পর আর স্কুলে ৪ বন্ধুকে দেখা যায়নি। স্কুলের ব্যাগ ক্লাসেই ফেলে তারা বেপাত্তা হয়ে যায়।
কিছুক্ষণ পর চতুর্দিকে ছড়িয়ে পড়ে ৪ ছাত্রীর নিখোঁজ হওয়ার খবর। স্থানীয় এক বাসিন্দা স্কুল থেকে কলেক কিলোমিটার দূরে গভীর এক কুয়োর পাশে দেখতে পান তাদের সাইকেল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ৮০ ফুট গভীর ওই কুয়োয় নামা অত্যন্ত কঠিন হওয়ায় দেহগুলি তুলতে উদ্ধারকারী দলকে হিমসিম খেতে হয়। শেষমেষ দড়ি দিয়ে বেঁধে তোলা হয় ৩ জনের দেহ।
ময়নাতদন্তের জন্য ৩ টি দেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তল্লাশি চলছে চতুর্থ ছাত্রীর দেহর।
এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)