এক্সপ্লোর
ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি ১৫ লক্ষ টাকা দামের চুল , গ্রেফতার এক

চেন্নাই: এক ব্যবসায়ীর বাড়ি থেকে তিন সপ্তাহ আগে চুরি গিয়েছিল ১৫ লক্ষ টাকা দামের চুল। এই ঘটনায় গতকাল শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, আন্নাই সত্য নগরের এন ভেঙ্কটরামনের বিভিন্ন রাজ্য থেকে চুল সংগ্রহ ও তা বিক্রির ব্যবসা রয়েছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ থেকে সহযোগী ইয়েসুবাবুর মাধ্যমে চার বস্তা চুল সংগ্রহ করে তা ভালাসারায়াক্কমের বাড়িতে রেখেছিলেন ভেঙ্গটরামন। ওই বস্তাগুলি বিক্রয়ের জন্য তাঁর অন্য ব্যবসায়ীদের সঙ্গে দরকষাকষি চলছিল। এরইমধ্যে কয়েকজন ব্যবসায়ী তাঁর বাড়িতে পণ্যের মান যাচাই করতে এসেছিলেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত ১৮ মে ভেঙ্কটরামন দেখতে পান যে বস্তাগুলি চুরি হয়ে গিয়েছে। এরপর রোয়ালা নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ভেঙ্কটরামন তাঁর বাড়িতে ঘুরে যাওয়া ব্যবসায়ীদের সম্পর্কে যে তথ্য দেন তার ভিত্তিতে পুলিশ চেন্নাইয়ের কাছে মান্নাদির বাসিন্দা এস আবু বকরকে গ্রেফতার করে। পুলিশের তদন্তে জানা গেছে, ৩৯ বছরের আবু বকর ভেঙ্কটরামনের বাড়িতে তিন শাগরেদকে সঙ্গে নিয়ে বস্তাগুলি চুরি করে। এরপর সেগুলি অন্ধ্রপ্রদেশে একটি গোপন আস্তানায় রাখে। পুলিশ ওই বস্তাগুলি উদ্ধার করেছে। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। আবু বকর ২০০৭-এ একটি খুনের মামলায় গ্রেফতার হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















