ভাড়াটে স্বাস্থ্যকর্মী, বয়ে আনছেন করোনাভাইরাস! বাড়ি খালি করে দিতে বললেন মালিক, দায়ের এফআইআর
ভাড়াটে স্বাস্থ্যকর্মী, তাই হতে পারেন করোনাবাহক! আতঙ্কে নার্সকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন পুরসভার কর্মী। ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুরের। অভিযুক্ত বাড়ির মালিকের নামে দায়ের করা হয়েছে এফআইআর।
বিলাসপুর: ভাড়াটে স্বাস্থ্যকর্মী, তাই হতে পারেন করোনাবাহক! আতঙ্কে নার্সকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন পুরসভার কর্মী। ঘটনাটি ছত্তিশগড়ের বিলাসপুরের। অভিযুক্ত বাড়ির মালিকের নামে দায়ের করা হয়েছে এফআইআর।
সীতরাম জয়সোয়াল নামে ওই ব্যক্তি অবশ্য অস্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে আনা সমস্তরকম অভিযোগ। বরং পাল্টা তাঁকেই ফাঁসানোর অভিযোগ করেছেন তিনি।
ওই স্বাস্থ্যকর্মী নার্সের অভিযোগ, নিয়মিত হাসপাতালে গিয়ে রোগীদের সেবা করেন তিনি। তাই তিনিই বাড়িতে বয়ে আনছেন সবচেয়ে বেশী জীবাণু। এমনকি তিনি হতে পারেন করোনাভাইবাসের বাহকও। এমন দাবি করেই তাঁকে বাড়ি খালি করে দিতে বলেন ওই পুরসভার কর্মী। ওই বাড়ি খালি করে বিলাসপুরের কাছে নিজের গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন ওই নার্স।
পুলিশ সূত্রে খবর, যে চিকিৎসকের সঙ্গে ওই নার্স কাজ করেন তিনিই ওই পুরকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা ও মহামারী আইন অনুযায়ী ওই কর্মীর নামে এফআইআর করা হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এই সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই পুরকর্মী জানান, হাসপাতালের চাকরি ছেড়ে দিতে চাইছিলেন ওই নার্স। তাই নিজের ইচ্ছাতেই বাড়ি খালি করে চলে যান তিনি। সেই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন ওই পুরকর্মী।
এখনও অবধি ছত্তিশগড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭। এদের মধ্যে একজন বিলাসপুরের বাসিন্দা।