এক্সপ্লোর
Advertisement
সুন্দরী প্রতিযোগিতায় স্ত্রীর জন্য দামী শাড়ি চুরি শিক্ষকের
ভোপাল: স্ত্রীকে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়িনী হিসেবে দেখার স্বপ্নে বিভোর ছিলেন শিক্ষক স্বামী। কিন্তু ওই প্রতিযোগিতায় নামতে গেলে তো স্ত্রীর পরণে থাকতে হবে জমকালো শাড়ি। সেই শাড়ি কেনার সামর্থ্য তো নেই। কাজেই মল থেকে শাড়ি করেই স্ত্রীকে প্রতিযোগিতায় পাঠালেন স্বামী। শেষপর্যন্ত বমাল ধরা পড়ে গেলেন তাঁরা। এমনই ঘটনা ঘটেছে ছত্তিশগঢ়ের বিলাসপুরে।
পুলিশ জানিয়েছে, ৩২ বছরের শিক্ষক শ্রীকান্ত গুপ্তা বিলাসপুর জেলার সারকান্ডার একটি সরকারি স্কুলে শিক্ষক। জেলায় প্রতি বছর বর্ষায় 'সাওন সুন্দরী' প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় ২৬ বছরের স্ত্রী প্রমীলাকে জয়ী হিসেবে দেখা ছিল শ্রীকান্তের বহুদিনের স্বপ্ন। এ জন্য বিলাসপুর শহরের একটি মলে শাড়ি কিনতে এসেছিলেন শ্রীকান্ত। কিন্তু নকশাদার ওই জমকালো শাড়ি কেনার মতো রেস্তো শ্রীকান্তর পকেটে ছিল না। সে জন্য মল থেকে শাড়ি চুরি করাই স্থির করেন শ্রীকান্ত। এ কাজে তাঁকে সাহায্য করে তাঁর এক তুতো ভাই ও স্ত্রী।
এরপর সুন্দরী প্রতিযোগিতায় ওই শাড়ি পরেই মঞ্চে আসেন প্রমীলা। কিন্তু দর্শকদের মধ্যে একজন চুরি যাওয়া ওই শাড়ি চিনতে পেরে মল মালিককে খবর দেন। মল মালিক খবর দেন পুলিশকে।পুলিশ এই ঘটনায় শ্রীকান্ত, তাঁর তুতো ভাই ও প্রমীলাকে গ্রেফতার করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement