এক্সপ্লোর
বিশ্বের মধ্যে উত্তর ভারতের বাচ্চারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিষাক্ত গ্যাসে:ইউনিসেফ
![বিশ্বের মধ্যে উত্তর ভারতের বাচ্চারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিষাক্ত গ্যাসে:ইউনিসেফ Children In North India Breathing Toxic Air Reveals Unicef Report বিশ্বের মধ্যে উত্তর ভারতের বাচ্চারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিষাক্ত গ্যাসে:ইউনিসেফ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/31103238/Delhi-Smog.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দীপাবলীর পরের দিন সকালে দিল্লির যখন ঘুম ভাঙল, তখন রাজধানীর আকাশ ছেয়ে ছিল ঘন কুয়াশায়। প্রসঙ্গত, ইউনিসেফ-এর রিপোর্ট বলছে দূষিত এই আবহাওয়া দিল্লিবাসীর জন্যে খারাপ বার্তা বহন করে আনছে। ইউনিসেফ-এর দাবি বিশ্বের যে দু লক্ষ কোটি শিশু প্রতিদিন বিষাক্ত বাতাসে শ্বাস নিয়ে বেঁচে রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর ভারতের বাসিন্দা। এছাড়া এই তালিকায় নাম রয়েছে ভারতের বেশ কিছু প্রতিবেশী রাষ্ট্রেরও।
এধরনের বিষাক্ত গ্যাসে প্রতিদিন শ্বাস নেওয়ার ফলে এই সমস্ত শিশুদের ফুসফুস, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। শরীরের ওপর বিপজ্জনক প্রভাব পড়ছে, যা পরে গিয়ে আরও বড় কোনও রোগের আকার নিতে পারে, হুঁশিয়ারি ইউনিসেফ-এর।
তবে এই বিষাক্ত বাতাসের তালিকায় দিল্লির নাম থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ প্রতি শীতকালেই দিল্লির বাতাসে এই বিষাক্ত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। এর মূল কারণই হল, দিল্লির ঠান্ডাকে কাবু করতে, বাতাসকে উষ্ণ করতে বিভিন্ন পদার্থ জ্বালানো হয়। আর তার জেরেই হু-র বেঁধে দেওয়া মাত্রার থেকে অনেক বেশি বিষাক্ত গ্যাস পাওয়া যায় রাজধানীর বাতাসে।
এমনকি দীপাবলীর আগের দিন দিল্লির বায়ুমন্ডলে একধরনের পদার্থ পাওয়া যায়, যার নাম পিএম ২.৫। এর মারাত্মক প্রভাব রয়েছে ফুসফুসের ওপর। শুক্রবার প্রতি কিউবিক মিটারে এই গ্যাসের ৩০০ মাইক্রোগ্রাম উপস্থিতি পাওয়া গিয়েছে। হু-র নির্দেশিকা অনুযায়ী এই গ্যাসের বাতাসে প্রতি কিউবিক মিটারে ১০ মাইক্রোগ্রামের বেশি থাকা উচিত্ নয়।
ইউনিসেফ-এর দাবি বাতাসের দূষিত গ্যাস সবচেয়ে বেশি খারাপ প্রভাব ফেলে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ওপর। কারণ, শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় দ্বিগুন তাড়াতাড়ি শ্বাস নেয়। বিষাক্ত গ্যাসের প্রভাব এতটাই মারাত্মক যে সারা বিশ্বে প্রায় ছ লক্ষ শিশু প্রতিদিন মারা যাচ্ছে বায়ু দূষণ সংক্রান্ত কোনও রোগে আক্রান্ত হয়।
দিল্লিতে বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণ করার জন্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও, এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব বাস্তবে পাওয়া যায়নি। কারণ নির্মাণকাজ চলাকালীন সেখান থেকে উড়ে আসা ধুলো এবং অন্যান্য দাহ্য পদার্থের ব্যবহারও বাতাসে বিষাক্ত গ্যাসের পরিমাণ কমাতে পারছে না। গত সপ্তাহে দিল্লি প্রশাসন নয়া একটি অ্যাপস চালু করেছে ‘চেঞ্জ দ্য এয়ার’ নামে। এই অ্যাপসের মাধ্যমে দিল্লি প্রশাসন সেখানকার বাসিন্দাদের অনুরোধ করেছে, যেন তারা কোথাও কোনওভাবে বায়ু দূষণ হচ্ছে দেখলে সঙ্গে সঙ্গে অ্যাপসের মাধ্যমে অভিযোগ জানায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
অফবিট
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)